আড়াই দিনে ম্যাজিক, দেশের হাতে করোনার ‘বিশল্যকরণী’
হাসপাতালে ভর্তি করোনা আক্রান্তদের ওপর ট্রায়ালে দারুণ কাজ করেছে এই ২ডিজি।
নয়া দিল্লি: দেশে বেলাগাম করোনা সংক্রমণ। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে মারণ ভাইরাস। এই পরিস্থিতিতে দেশের হাতে করোনা নিধনের ৩ ভ্যাকসিন থাকলেও কোনও বিশেষ অ্যান্টিভাইরাল ড্রাগ ছিল না। করোনা আক্রান্তকে চিকিৎসা দেওয়ার জন্য ভরসা ছিল একমাত্র রেমডেসিভির। আর সেই রেমডেসিভিরেরও চরম আকাল। এই পরিস্থিতিতে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অরগানাইজেশন ও ডঃ রেড্ডিজ ল্যাব নিয়ে এল করোনা নিরাময়ের ওষুধ ২ডিজি (২-ডিঅক্সি- গ্লুকোজ)।
ইতিমধ্যেই সেই ওষুধে আপদকালীন ছাড়পত্র দিয়েছেন ড্রাগ কন্ট্রোলার। হাসপাতালে ভর্তি করোনা আক্রান্তদের ওপর ট্রায়ালে দারুণ কাজ করেছে এই ২ডিজি। তারপরই ছাড়পত্র দিয়েছেন ড্রাগ কন্ট্রোলার। দেশের হাতে এখন করোনার ৩ প্রতিষেধক। তবে ভ্যাকসিনের মাধ্যমে তাৎক্ষণিক সমস্যা মেটানো সম্ভব নয়। এই মূহুর্তে চিকিৎসাধীন করোনা আক্রান্তদের সুস্থ করে তোলার জন্য একটি ওষুধ অত্যন্ত প্রয়োজনীয় ছিল। সেই কাজটাই করে দেখাল ডিআরডিও ও ডঃ রেড্ডিজ ল্যাব।
২০২০ সালের এপ্রিল মাসে এই ওষুধটির কার্যকরিতা প্রমাণ হয়েছিল। যার ফলে দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালের অনুমতি পেয়েছিল এই ওষুধ। দ্বিতীয় পর্যায়ে ১০০ জনের ওপর এই ওষুধ প্রয়োগ করায় সাফল্য মেলে। এরপর দিল্লি, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ, তেলঙ্গনা, কর্নাটক, বেঙ্গালুরু ও তামিলনাড়ুর ২৭ টি করোনা হাসপাতালে ২২০ জন রোগীর ওপর পরীক্ষা হয় এই ওষুধের। সেখানে ভাল ফল আসায় অনুমোদন পেল ২ডিজি।
এ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক অনির্বাণ দলুই জানান, ২ডিজি হল গ্লুকোজের একটি রূপ। এটি এর আগে পরীক্ষামূলক ভাবে ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত হত। দেখা যাচ্ছে এই ওষুধের প্রয়োগে ভাইরাস আক্রান্ত কোষ খাবারের অভাবে মারা যাচ্ছে। অর্থাৎ যাঁদের ক্ষেত্রে করোনার মারাত্মক উপসর্গ দেখা যাচ্ছে, তাঁদের ক্ষেত্রে এটি অক্সিজেনের সঙ্কট কমাবে ও তাড়াতাড়ি তাঁরা সুস্থ হয়ে উঠবেন। তিনি বলেন, “যেহেতু গ্লুকোজ খুব সহজলভ্য তাই, সারা বিশ্বে এই ওষুধের জোগানে কোনও সমস্যা হবে না। এবং এটি যদি সত্যিই কার্যকরী হয়, তাহলে একটি যুগান্তকারী আবিষ্কার হয়ে উঠবে।” গবেষকদের একাংশ বলছেন স্রেফ আড়াই দিনের মধ্যেই গুরুতর করোনা আক্রান্তর শরীরে কাজ করতে শুরু করে এই ওষুধ।
An anti-COVID-19 therapeutic application of the drug 2-deoxy-D-glucose (2-DG) has been developed by INMAS, a lab of DRDO, in collaboration with Dr Reddy’s Laboratories, Hyderabad. The drug will help in faster recovery of Covid-19 patients. https://t.co/HBKdAnZCCP pic.twitter.com/8D6TDdcoI7
— DRDO (@DRDO_India) May 8, 2021
করোনার এই ওষুধ নিয়ে আশাবাদী চিকিৎসক মহল। পাউডার হিসেবে পাওয়া যাবে ২ ডিজি। জলে গুলে খেতে হবে করোনা আক্রান্তদের। বাড়তি এই সংক্রমণে লাগাম টানতে পারে কি না ২ডিজি এখন এটাই দেখার। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১ হাজার ৭৮ জন। তবে মৃত্যুর সংখ্যায় সর্বোচ্চ রেকর্ড গড়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪ হাজার ১৮৭ জনের। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ কোটি ১৮ লক্ষ ৯২ হাজার ৬৭৬-এ।
আরও পড়ুন: ‘ভারত বেঁচে আছে নেহরু-গান্ধীর জন্যই’, ‘আত্মনির্ভরতা’কে কটাক্ষ শিবসেনার