COVID-19 in India: ফের ভয় ধরাচ্ছে করোনা, একদিনেই ৯০ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ!
COVID-19: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২১৮৩ জন। রবিবারই এই আক্রান্তের সংখ্যা ছিল ১১৫০, অর্থাৎ একদিনেই ৮৯.৮ শতাংশ বেড়ে দৈনিক সংক্রমণ।
নয়া দিল্লি: ফেব্রুয়ারি অবধি টের পাওয়া যাচ্ছিল ওমিক্রনের (Omicron) দাপট। মাঝে একমাসের স্বস্তি মিললেও, ফের একবার উর্ধ্বমুখী করোনা সংক্রমণ। দেশে একধাক্কায় অনেকটাই বাড়ল করোনা সংক্রমণ (COVID-19)। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২১৮৩ জন। রবিবারই এই আক্রান্তের সংখ্যা ছিল ১১৫০, অর্থাৎ একদিনেই ৮৯.৮ শতাংশ বেড়ে দৈনিক সংক্রমণ।
শুধুমাত্র আক্রান্তের সংখ্যাই নয়, একইসঙ্গে বেড়েছে করোনায় মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ২১৪ জনের। গতকাল যেখানে মৃতের সংখ্যা ছিল ৪, সেখানেই একদিনের মধ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৪-এ। তবে এই সংখ্যার মধ্যে কেরলের ৬২টি মৃত্যুও রয়েছে, যা সুপ্রিম কোর্টের নির্দেশের পর সংশোধন করে করোনায় মৃতের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সংক্রমণের হারও বৃদ্ধি পেয়েছে। গতকালই যেখানে দেশে সংক্রমণের হার ছিল ০.৩১ শতাংশ, আজ তা বেড়ে ০.৮৩ শতাংশে পৌঁছেছে। তবে কিছুটা হলেও কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১১ হাজার ৫৪২।