AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CPIM: কাশ্মীরে সংসদীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে সিপিএম, থাকছেন বিকাশ ভট্টাচার্যের মতো নেতারা

CPIM: সিপিএম নেতারা মনে করছেন, সন্ত্রাসবাদীরা যারা স্বাধীনভাবে অপারেট করছে তারাও যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে। সিপিএমের মতে, বাংলাভাষী মুসলিমদের বাংলাদেশি বলে টার্গেট করা হচ্ছে। বাংলার এককালের শাসকদের দাবি, জনগণনা, জাতিগত জনগণনা এবং আসন পুনর্বিন্যাসের আগে সর্বদলীয় বৈঠক ডাকতে হবে।

CPIM: কাশ্মীরে সংসদীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে সিপিএম, থাকছেন বিকাশ ভট্টাচার্যের মতো নেতারা
বিকাশরঞ্জন ভট্টাচার্যImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 06, 2025 | 5:08 PM
Share

নয়া দিল্লি: এবার কাশ্মীরে সীমান্ত এলাকায় সংসদীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে সিপিএম। সূত্রের খবর, প্রতিনিধি দলে থাকবেন বিকাশ ভট্টাচার্যও। ১০-১১ জুন জম্মু-কাশ্মীরে যাবে সিপিএমের প্রতিনিধি দল। এও জানা যাচ্ছে, সংগঠনের হাল ফেরাতে এবার  প্রত্যেকটা রাজ্যে পলিটব্যুরো থেকে প্রতিনিধি দল পাঠাবে সিপিএম। যদিও পশ্চিমবঙ্গে তিনজন পলিটব্যুরো সদস্যের উপরই ভরসা রাখছেন পার্টির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এম এ বেবি। এছাড়াও বিমান বসুর মতো সিনিয়র নেতারা সহযোগিতা করবেন বলে ঠিক হয়েছে।  

অন্যদিকে সেন্ট্রাল কমিটির বৈঠকের পর সংসদের বিশেষ অধিবেশনের দাবিতে সরব সিপিএমও। সর্বদলীয় বৈঠকে যোগ দেননি প্রধানমন্ত্রী। ৪ তারিখ সর্বদলীয় বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন, আমরা আমাদের লক্ষ্যপূরণ করেছি। কিন্তু, কোনও সন্ত্রাসবাদী হামলা হলেই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ জিগির সমর্থন করছে না সিপিএম। 

সিপিএম নেতারা মনে করছেন, সন্ত্রাসবাদীরা যারা স্বাধীনভাবে অপারেট করছে তারাও যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে। সিপিএমের মতে, বাংলাভাষী মুসলিমদের বাংলাদেশি বলে টার্গেট করা হচ্ছে। বাংলার এককালের শাসকদের দাবি, জনগণনা, জাতিগত জনগণনা এবং আসন পুনর্বিন্যাসের আগে সর্বদলীয় বৈঠক ডাকতে হবে। যদিও এখন সবথেকে বেশি চর্চা সিপিএমের কাশ্মীর গমন নিয়েই। সেখান থেকে ফিরে বিকাশরা শেষ পর্যন্ত কী বলেন সেটাই দেখার।