Cyclone Michaung: ল্যান্ডফলের আগেই ‘মিগজাউম’-এর বলি ৫, লক্ষ লক্ষ টন ধান সরাচ্ছে অন্ধ্র
Cyclone Michaung: এদিনই তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে ভারী বৃষ্টিপাতের কারণে বিভিন্ন ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বৃহত্তর চেন্নাই পুলিশ। তারা জানিয়েছে, বিভিন্ন কারণে এই পাঁচজনের মৃত্যু হয়েছে। কারও মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, কারও গাছের নীচে চাপা পড়ে। অতি বৃষ্টির জেরে, অন্ধ্রপ্রদেশের তিরুপতি, নেলোর, প্রকাশম, বাপটলা, কৃষ্ণা, পশ্চিম গোদাবরী, কোনাসিমা এবং কাকিনাড়া - এই আট জেলায় সতর্কতা জারি করা হয়েছে।
চেন্নাই/ হায়দারাবাদ: আগামী ২৪ ঘণ্টার মধ্যে অন্ধ্র প্রদেশ উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘মিগজাউম'(Cyclone Michaung)। এমনটাই আবহাওয়াবিদদের পূর্বাভাস। মঙ্গলবার দুপুরে বাপটলার কাছে স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়টি বলে মনে করা হচ্ছে। সেই সময় ১০০-১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। সোমবার বিকেলে, চেন্নাই থেকে ১০০ কিলোমিটার উত্তর-পূর্বে রয়েছে তীব্র ঘূর্ণিঝড় মিগজাউম। তবে, ল্যান্ডফলের আগেই তামিলনাড়ু ও অন্ধ্র প্রদেশ – এই দুই দক্ষিণী রাজ্যে খেল দেখাতে শুরু করে দিয়েছে এই ঘূর্ণিঝড়। এদিনই তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে ভারী বৃষ্টিপাতের কারণে বিভিন্ন ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বৃহত্তর চেন্নাই পুলিশ। তারা জানিয়েছে, বিভিন্ন কারণে এই পাঁচজনের মৃত্যু হয়েছে। কারও মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, কারও গাছের নীচে চাপা পড়ে। অতি বৃষ্টির জেরে, অন্ধ্রপ্রদেশের তিরুপতি, নেলোর, প্রকাশম, বাপটলা, কৃষ্ণা, পশ্চিম গোদাবরী, কোনাসিমা এবং কাকিনাড়া – এই আট জেলায় সতর্কতা জারি করা হয়েছে।
#WATCH | Normal life affected in Chennai due to continuous rain as an effect of #CycloneMichuang pic.twitter.com/Fp5LuXOyRc
— ANI (@ANI) December 4, 2023
#WATCH | Tamil Nadu: Due to heavy rainfall, several parts of Chennai flooded
(Visuals from outside Chennai Airport) pic.twitter.com/ENUNCfhHQF
— ANI (@ANI) December 4, 2023
এদিন তামিলনাড়ুর চেন্নাই, চেঙ্গলপাট্টু, কাঞ্চিপুরম, নাগাপট্টিনম, তিরুভাল্লুর এবং কুড্ডালোর জেলাগুলিতে দিনভর প্রবল বৃষ্টিপাত হয়েছে। যার জেরে চেন্নাই ও অন্যান্য জেলাগুলির অধিকাংশ এলাকা আপাতত জলের তলায় চলে গিয়েছে। এদিন, বৈদ্যনাথন ফ্লাইওভার এবং ফোরশোর এস্টেট বাসস্টপের কাছ থেকে এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধ ও এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধার দেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া, দিন্দিগুল জেলা এবং পন্ডিয়ান নগরে আরও দুই ব্যক্তির মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। আর বেসন্ত নগর এলাকায় গাছ চাপা পড়ে মারা গিয়েছেন আরও এক ব্যক্তি। রবিবার রাত থেকেই চেন্নাই ও আশপাশের জেলাগুলিতে ভারী বৃষ্টি শুরু হয়েছিল।
#WATCH | Tamil Nadu: Trees uprooted and roads waterlogged due to heavy wind and incessant rainfall, in Chennai
(Visuals from Anna Nagar) pic.twitter.com/qLcejhqbg7
— ANI (@ANI) December 4, 2023
বৃষ্টির জেরে এদিন চেন্নাই ও আশপাশের আরও তিন জেলার সমস্ত স্কুল, কলেজ, সরকারি অফিস বন্ধ রাখা হয়েছিল। বেসরকারি সংস্থাগুলিতে কর্মীদের বাড়ি থেকে কাজ করর অনুমতি দিতে নির্দেশ দেওয়া হয়। সরকারের পক্ষ থেকে উপকূলীয় জেলাগুলিতে ৫০০০ আশ্রয় শিবির তৈরি করা হয়েছে। ভেসে গিয়েছে চেন্নাই বিমানবন্দরও। ফলে আগামিকাল সকাল ৯টা পর্যন্ত বন্ধ রয়েছে বন্দরের কর্মকাণ্ড। ভারী বর্ষণ এবং জল জমার কারণে এদিন চেন্নাই শহরতলির সমস্ত বিভাগে ট্রেন পরিষেবাও সাময়িকভাবে ব্যাহত হয়। নদীগুলির জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেনও বাতিল করা হয়েছে। রেল বিভাগ জানিয়েছে, সব মিলিয়ে অন্তত ৮৬টি এক্সপ্রেস ট্রেনের পরিষেবা বাতিল করা হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকটি ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
তবে, ঘূর্ণিঝড়ের জেরে সবথেকে বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে অন্ধ্র প্রদেশে। ত্রাণ কাজ পরিচালনার জন্য সোমবার থেকেই পদস্থ আইএএস অফিসারদের বিশেষ অফিসার হিসাবে মোতায়েন করেছে সরকার। মানুষের পাশাপাশি পশুসম্পদ এবং শস্য রক্ষার দিকেও জোর দিচ্ছে অন্ধ্র সরকার। ইতিমধ্যেই কয়েক লক্ষ টন ধান নিরাপদ জায়গায়, আর্দ্রতা নিয়ন্ত্রণ-সহ সংরক্ষণ করা হয়েছে। ত্রাণ পরিচালনার জন্য তিরুপতি জেলাকে আগে থেকেই ২ কোটি টাকা এবং নেলোর, প্রকাশম, বাপটলা, কৃষ্ণা, পশ্চিম গোদাবরী, কোনাসিমা এবং কাকিনাড়া জেলাগুলিকে ১ কোটি টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। প্রয়োজনে অতিরিক্ত তহবিল দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।