AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dalit Woman Tortured: ১৫০০ টাকার জন্য নগ্ন করে মারধর দলিত মহিলাকে, পান করানো হল প্রস্রাবও!

Bihar: অভিযুক্ত প্রমোদ সিং ও তাঁর ছেলে অংশু শনিবার রাত ১০টা নাগাদ ওই দলিত মহিলার বাড়িতে চড়াও হয়। তাঁদের সঙ্গে আরও চারজন ছিল। অভিযুক্তরা জোর করে ওই মহিলাকে নিজেদের বাড়িতে নিয়ে আসেন। সেখানে তাঁকে চরম হেনস্থা করা হয়। জোর করে পোশাক খুলে নিয়ে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়।

Dalit Woman Tortured: ১৫০০ টাকার জন্য নগ্ন করে মারধর দলিত মহিলাকে, পান করানো হল প্রস্রাবও!
প্রতীকী চিত্রImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 25, 2023 | 10:21 AM
Share

পটনা: আর্থিক অনটন, হঠাৎ টাকার প্রয়োজন পড়ায় এক পরিচিতের কাছ থেকে ধার নিয়েছিলেন ১৫০০ টাকা। কথা দিয়েছিলেন, সুদ সমেত সেই টাকা ফেরত দিয়ে দেবেন। মাস খানেকের মধ্যে সেই টাকাও শোধ করে দিয়েছিলেন। কিন্তু এ কী, সুদ যে আর শেষই হচ্ছে না! ধারের টাকা সুদ সমেত মিটিয়ে দেওয়ার পরও বারংবার টাকার জন্য চাপ দেওয়া হত। সেই টাকা দিতে অস্বীকার করতেই নির্মম অত্যাচারের শিকার হলেন এক দলিত মহিলা (Dalit Woman)। জোর করে তাঁকে সকলের সামনে নগ্ন করে মারধর করা হয়, এমনকী অভিযুক্ত বাবা-ছেলের মূত্রও পান করতে বাধ্য করা হয়। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) পটনায়।

পুলিশের তরফে জানানো হয়েছে, ওই মহিলা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। তাঁর অবস্থা সঙ্কটজনক। অন্যদিকে, ঘটনাটি জানাজানির পর থেকেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। দলিত মহিলার বিচার চেয়ে বিক্ষোভ দেখানো হয়। যদিও ঘটনার পর থেকেই অভিযুক্ত দুইজন পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।

জানা গিয়েছে, অভিযুক্ত প্রমোদ সিং ও তাঁর ছেলে অংশু শনিবার রাত ১০টা নাগাদ ওই দলিত মহিলার বাড়িতে চড়াও হয়। তাঁদের সঙ্গে আরও চারজন ছিল। অভিযুক্তরা জোর করে ওই মহিলাকে নিজেদের বাড়িতে নিয়ে আসেন। সেখানে তাঁকে চরম হেনস্থা করা হয়। জোর করে পোশাক খুলে নিয়ে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। এরপরে প্রমোদ সিং তাঁর ছেলে অংশুকে নির্দেশ দেন ওই মহিলার মুখে প্রস্রাব করার জন্য।

পরে ওই মহিলা কোনওমতে সেখান থেকে পালিয়ে আসেন বাড়িতে। পরিবারের সদস্যদের নিয়ে পুলিশে অভিযোগ জানান। অভিযোগে তিনি জানিয়েছেন, কয়েক মাস আগে প্রমোদের কাছ থেকে তিনি ১৫০০ টাকা ধার নিয়েছিলেন। সুদ সমেত সেই টাকা শোধও করে দেন। কিন্তু এরপরও থামেননি অভিযুক্ত। ওই মহিলাকে ক্রমাগত আরও টাকার জন্য চাপ দিতে থাকেন। নির্যাতিতা আর টাকা দিতে অস্বীকার করায়, তাঁকে নগ্ন করে গ্রামে ঘোরানোর হুমকিও দেয় অভিযুক্ত।

দলিত মহিলার অভিযোগ, তিনি আগেও পুলিশকে এই বিষয়ে জানিয়েছিলেন, কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত বাবা-ছেলে। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।