Rajnath Singh’s Statement: উচ্চ পর্যায়ের তদন্তে বায়ুসেনা, দুর্ঘটনার আগে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা জানালেন প্রতিরক্ষামন্ত্রী

Rajnath Singh's Statement on Army Chopper Crash: এদিন সংসদভবনে বক্তব্য় রাখতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, "অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গত ৮ ডিসেম্বরের দুপুরে ভারতের প্রথম প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতের সামরিক হেলিকপ্টার দুর্ঘটনার মুখে পড়়ে।"

Rajnath Singh's Statement: উচ্চ পর্যায়ের তদন্তে বায়ুসেনা, দুর্ঘটনার আগে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা জানালেন প্রতিরক্ষামন্ত্রী
সংসদে বক্তব্য রাখছেন প্রতিরক্ষামন্ত্রী। ছবি:ANI
Follow Us:
| Edited By: | Updated on: Dec 09, 2021 | 1:02 PM

নয়া দিল্লি: হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত। বুধবার তামিলনাড়ুর কুন্নুর জেলায় দুর্ঘটনার মুখে পড়ে অত্যাধুনিক এমআই-১৭ ভি৫ হেলিকপ্টারটি। ওই হেলিকপ্টারে সস্ত্রীক বিপিন রাওয়াত সহ মোট ১৪ জন যাত্রী ছিলেন, এদের মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়েছে। এ দিন সকালে সংসদের দুই কক্ষেই এই দুর্ঘটনা ও বিপিন রাওয়াতের মৃত্যু নিয়ে বিবৃতি পেশ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দুই মিনিটের শোক পালনও করা হয় সংসদে।

গতকালই দুর্ঘটনার খবর পাওয়ার পর সংসদে বক্তব্য রাখার কথা থাকলেও, শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করে প্রতিরক্ষা প্রধানের বাড়িতে যান রাজনাথ সিং। তখনই আন্দাজ করা গিয়েছিল, খারাপ কিছু ঘটেছে। এরপরই সন্ধে ৬টা নাগাদ ভারতীয় বায়ুসেনার তরফে বিবৃতি জারি করে সিডিএস জেনারেল বিপিন রাওয়াত সহ ১৩ জনের মৃত্যুর কথা ঘোষণা করা হয়।

এদিন সংসদভবনে বক্তব্য় রাখতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গত ৮ ডিসেম্বরের দুপুরে ভারতের প্রথম প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতের সামরিক হেলিকপ্টার দুর্ঘটনার মুখে পড়়ে। ওয়েলিংটনের ডিফেন্স স্টাফ কলেজে পড়ুয়াদের উদ্দেশ্যে বক্তব্য রাখার কথা ছিল জেনারেল বিপিন রাওয়াতের। গতকাল সকাল ১১টা ৪৮ মিনিটে সুলুর এয়ারবেস থেকে বায়ুসেনার এমআই-১৭ ভি৫ হেলিকপ্টারটি রওনা দেয়, দুপুর ১২টা ১৫ মিনিটে ওয়েলিংটনে অবতরণ করার কথা ছিল কপ্টারটির। দুপুরের ১২টা ০৮ মিনিট নাগাদ সুলুর এয়ারবেসের ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে ওই হেলিকপ্টারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর কিছুক্ষণের মধ্যেই স্থানীয় বাসিন্দারা কুন্নুরের জঙ্গলে আগুন জ্বলতে দেখেন। ঘটনাস্থলে পৌঁছে দেখেন, সামরিক হেলিকপ্টারটি আগুনের গ্রাসে চলে গিয়েছে। স্থানীয় প্রশাসনকে খবর দেওয়ার পরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছন এবং দুর্ঘটনাস্খল থেকে আহতদের উদ্ধার করে আনার চেষ্টা করেন।”

প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, “দুর্ঘটনাস্থল থেকে যাদের উদ্ধার করা সম্ভব করা হয়েছিল, তাদের দ্রুত ওয়েলিংটনের মিলিটারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ খবর পাওয়া অবধি, দুর্ঘটনাগ্রস্থ ওই হেলিকপ্টারে যে ১৪ জন যাত্রী ছিলেন, তাদের মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সিডিএসের স্ত্রী মধুলিকা রাওয়াত, বিপিন রাওয়াতের প্রতিরক্ষা পরামর্শদাতা ব্রিগেডিয়ার লখবিন্দর সিং লিড্ডার, স্টাফ অফিসার লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং ও নয়জন জওয়ান, যাদের মধ্যে বায়ুসেনার হেলিকপ্টারের কর্মীরাও ছিলেন। তাদের নাম উইং কম্যান্ডার পৃথিবী সিং চৌহান, স্কোয়াড্রন লিডার কুলদীপ সিং, জুনিয়র ওয়ারেন্ট অফিসার রাণা প্রতাপ দাস, জুনিয়র ওয়ারেন্ট অফিসার আরাক্কাল প্রদীপ, হাবিলদার সতপাল রাই, নায়েক গুরুসেবক সিং, নায়েক জিতেন্দ্র কুমার, ল্যান্স নায়েক বিবেক কুমার, ল্যান্স নায়েক বি সাই তেজা। গ্রুপ ক্য়াপ্টেন বরুঁ সিং বর্তমানে ওয়েলিংটনের সেনা হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন এবং তাঁর প্রাণ রক্ষার জন্য় যাবতীয় প্রচেষ্টা করা হচ্ছে।”

রাজনাথ সিং জানান, ভারতীয় বায়ুসেনার তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই তদন্তের নেতৃত্ব দেবেন এয়ার মার্শাল মানবেন্দ্র সিং। মৃতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রতিরক্ষামন্ত্রী জানান, পূর্ণ সামরিক সম্মানে আগামিকাল শেষকৃত্য সম্পন্ন হবে প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতের।

আরও পড়ুন: Viral Video of M-17 Chopper: হঠাৎ একটা বিকট শব্দ! কীভাবে ভেঙে পড়ল বিপিন রাওয়াতের কপ্টার? ধরা পড়ল ভিডিয়োয়