Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হামলার ভয়ে বন্ধ করতে হল ব়্যাডার, কাবুল থেকে কখন দেশে ফিরবে এয়ার ইন্ডিয়ার বিমান?

সপ্তাহে তিন দিন চলা এই বিমানটি আগামিদিনে চালু রাখা হবে কিনা, তা নিয়েও অনিশ্চতয়তা সৃষ্টি হয়েছে। এ দিন কাবুলগামী একটি চার্টার্ড ফ্লাইটও বাতিল করে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

হামলার ভয়ে বন্ধ করতে হল ব়্যাডার, কাবুল থেকে কখন দেশে ফিরবে এয়ার ইন্ডিয়ার বিমান?
সূত্র জানাচ্ছে, দিল্লির আকাশ ছোঁয়ার মিনিট দশেকের মধ্যেই পিঁপড়ে হানা দিতে শুরু করায় তৎক্ষণাৎ বিমানটি যোগাযোগ করে দিল্লি এটিসি-র সঙ্গে। এটিসি-র থেকে নির্দেশ দেওয়া হয়, বিমানযাত্রা বাতিল করে ফিরে আসার জন্য। সেই মতো ফিরে আসে বিমানটি।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 15, 2021 | 5:37 PM

কাবুল: ঘড়ির কাঁটা ধরেই ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাবুলের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়া(Air India)-র বিমান। কিন্তু যাত্রাপথের মাঝেই আফগানিস্তান(Afghanistan)-র পরিস্থিতি আমূল পরিবর্তন হয়ে যাওয়ায় আকাশপথেই অনেকক্ষণ ঘুরপাক খেতে হল এয়ার ইন্ডিয়ার বিমানকে।

সকালে যখন এয়ার ইন্ডিয়ার বিমান দিল্লি বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল, সেই সময়ও কাবুলে (Kabul) প্রবেশ করেনি তালিবানিরা (Talibans)। তবে ২ ঘণ্টা ২০ মিনিটের উড়ানকালের মধ্যেই কাবুলে প্রবেশ করে তালিবান বাহিনী, যার জেরে কাবুলের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে কোনও যোগাযোগ স্থাপন করা সম্ভব হচ্ছিল না। এই পরিস্থিতিতে কাবুলের আকাশেই ১০ বার পাক খায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ২৪৩। তালিবান হামলা থেকে রক্ষা পেতে বিমানের পাইলট ব়্যাডারও বন্ধ করে দিতে বাধ্য হন বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, ওই প্যাসেঞ্জার বিমানেই ভারতীয় কূটনীতিবিদ ও নিরাপত্তাবাহিনীর আধিকারিকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। কাবুলে ভারতীয় দূতাবাসে যে সমস্ত ভারতীয়রা আশ্রয় নিয়েছেন, তাদের এই বিমানেই আজ ফিরিয়ে আনা হবে।

কান্দাহার ও মাজার-ই-শরিফে যে ভারতীয় দূতাবাস রয়েছে, তা বিগত চার সপ্তাহ ধরেই স্থানীয়দের হাতে তুলে দেওয়া হয়েছে এবং দূতাবাসের কর্মীদের বিশেষ বিমানে করে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। দু’দিন আগেই বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, কাবুলের দূতাবাস বন্ধ করা হবে না। কিন্তু বিগত এক সপ্তাহ ধরেই তালিবানরা যে হারে নিজেদের ক্ষমতা ও গতি বাড়িয়েছে, তাতে পিছু হটতে বাধ্য হয়েছে আমেরিকা, ব্রিটেনের মতো দেশও। ইতিমধ্যেই মার্কিন ও ব্রিটিশ সরকার নিজেদের দেশের নাগরিকদের উদ্ধার করে নিয়ে আসছে। এ দিন দুপুরেই মার্কিন দূতাবাসের ছাদে হেলিকপ্টার নামতে দেখা যায়। দূতাবাসের যাবতীয় গোপন ও গুরুত্বপূর্ণ নথি নষ্ট করে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

শেষ খবর পাওয়া অবধি, বর্তমানে কাবুল বিমানবন্দরেই দাঁড়িয়ে রয়েছে এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি। আজ রাতের মধ্যেই দিল্লিতে এসে পৌঁছবে ওই বিমানটি। সপ্তাহে তিন দিন চলা এই বিমানটি আগামিদিনে চালু রাখা হবে কিনা, তা নিয়েও অনিশ্চতয়তা সৃষ্টি হয়েছে। এ দিন কাবুলগামী একটি চার্টার্ড ফ্লাইটও বাতিল করে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

কাবুল দখল নেওয়ার পরই পদত্য়াগ করতে চলেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আসরাফ ঘানি (Ashraf Ghani), এমনটাই সূত্রের খবর। নতুন প্রেসিডেন্ট হতে পারেন তালিবানের অন্য়তম প্রতিষ্ঠাতা আব্দুল গনি বরাদর। ইতিমধ্য়েই তিনি কাবুল (Kabul) পৌঁছে গিয়েছেন বলে জানা গিয়েছে। রাষ্ট্রপতি ভবনে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গিয়েছে। আরও পড়ুন: পদত্যাগ করছেন ঘানি, আজই তালিবানের দখলে চলে যেতে পারে আফগানিস্তানের গদি 

ঘাতক ট্রাম্পই, শুল্ক 'যুদ্ধে'র কারণে শুক্রবারই রক্তাক্ত ভারতের বাজার!
ঘাতক ট্রাম্পই, শুল্ক 'যুদ্ধে'র কারণে শুক্রবারই রক্তাক্ত ভারতের বাজার!
'কীসে মঙ্গল হয় সেটা মুখ্যমন্ত্রী জানেন', চাকরিহারাদের কী আশ্বাস দিলেন
'কীসে মঙ্গল হয় সেটা মুখ্যমন্ত্রী জানেন', চাকরিহারাদের কী আশ্বাস দিলেন
কীভাবে এগোলে হারানো চাকরি ফেরত পাবে, জানালেন শুভেন্দু
কীভাবে এগোলে হারানো চাকরি ফেরত পাবে, জানালেন শুভেন্দু
'হাই হ্যালো ছোড়ো, জয়শ্রী রাম বোলো', শুভেন্দুর নতুন শ্লোগান
'হাই হ্যালো ছোড়ো, জয়শ্রী রাম বোলো', শুভেন্দুর নতুন শ্লোগান
হাতে বিরাট অর্ডার বুক, আপনাকে মালামাল করতে পারে এই সব শেয়ার!
হাতে বিরাট অর্ডার বুক, আপনাকে মালামাল করতে পারে এই সব শেয়ার!
স্মলক্যাপে বাজি হতে পারে এই সেক্টরগুলোই!
স্মলক্যাপে বাজি হতে পারে এই সেক্টরগুলোই!
জ্যাম কাটিয়ে বাসের চেয়েও কম খরচে বাইকে চেপে অফিস, সময় বাঁচাবে EV!
জ্যাম কাটিয়ে বাসের চেয়েও কম খরচে বাইকে চেপে অফিস, সময় বাঁচাবে EV!
সরকারি বেশ কয়েকটি ব্যাঙ্কের শেয়ার ধাক্কা খেলেও আজ উঠেছে পিএসইউ ব্যাঙ্ক
সরকারি বেশ কয়েকটি ব্যাঙ্কের শেয়ার ধাক্কা খেলেও আজ উঠেছে পিএসইউ ব্যাঙ্ক
ডোনাল্ড ট্রাম্পের সামনে টানা ২৫ ঘণ্টা বক্তৃতা দিলেন ইনি, বাথরুমও যাননি
ডোনাল্ড ট্রাম্পের সামনে টানা ২৫ ঘণ্টা বক্তৃতা দিলেন ইনি, বাথরুমও যাননি
এভাবে কেউ নিজের স্বামীকে মারে? স্ত্রীর কীর্তি দেখলে শিউরে উঠবেন!
এভাবে কেউ নিজের স্বামীকে মারে? স্ত্রীর কীর্তি দেখলে শিউরে উঠবেন!