সাম্প্রদায়িক হিংসা ছড়ালে রেয়াত নয়, মুসলিম-বিরোধী স্লোগান ওঠার পরই বিজেপি নেতাকে তলব দিল্লি পুলিশের
Jantar Mantar: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিয়োয় একদল ব্যক্তিকে বলতে শোনা যায়, 'হিন্দুস্থান মে রহনা গোয়া তো জয় শ্রী রাম কহেনা গোয়া'।
নয়া দিল্লি: যন্তর মন্তরে মুসলিম বিরোধী স্লোগান ওঠার ঘটনায় দিল্লি বিজেপির প্রাক্তন মুখপাত্র তথা সুপ্রিম কোর্টের আইনজীবী অশ্বিনী উপাধ্যায়কে তলব করল দিল্লি পুলিশ। সোমবারের যে মিছিলে ওই স্লোগান উঠেছিল, তা অশ্বিনী উপাধ্যায়ের নেতৃত্বেই আয়োজিত হয়েছে বলে জানা যাচ্ছে। গতকাল, যন্তর মন্তরের ওই মিছিলের একটি ভিডিয়ো ভাইরাল হয়, যেখানে মুসলিম বিরোধী স্লোগান শোনা যায়। এরপরই অশ্বিনী উপাধ্যায়কে তলব করা হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর কোনও প্রচেষ্টাকে রেয়াত করা হবে না। আইন মেনেই ব্যবস্থা নেওয়া হবে।
শুধু অশ্বিনী নন, পুলিশের নজরে রয়েছেন আরও তিনজন, উত্তম মালিক, বিনীত ক্রান্তি ও পিঙ্কি ভাইয়া। সূত্রের খবর, এই অভিযোগে গ্রেফতার করা হতে পারে অশ্বিনী উপাধ্যায়কে। সূত্রের খবর, এই ঘটনায় যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্থানা। অশ্বিনী উপাধ্যায়কে কন্নট প্লেস থানায় হাজিরা দিতে বলা হয়েছে।
সোমবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে একদল ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘হিন্দুস্থান মে রহনা হোগা তো জয় শ্রী রাম কহেনা হোগা (ভারতে থাকতে গেলে জয় শ্রী রাম বলতে হবে)।’ এই ভিডিয়ো ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক। এরপরই দিল্লি পুলিশের তরফে বিনা অনুমতিতে মিছিল ও বিদ্বেষমূলক স্লোগান দেওয়ার প্রেক্ষিতে অভিযোগ দায়ের করা হয়েছে। ভিডিয়োটিতে যাদের দেখা গিয়েছে, তাদেরও চিহ্নিতকরণ করেছে পুলিশ।
জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের আইনজীবী ও দিল্লি বিজেপির প্রাক্তন মুখপাত্র অশ্বীনী উপাধ্যায়ের নেতৃত্বে এই মিছিলের আয়োজন করা হয়েছিল। সোমবার সংসদেও এই বিষয়টি তুলে ধরেন এআইএমআইএম নেতা তথা সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। লোকসভায় তিনি বলেন, ‘মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা করার মতো স্লোগান দেওয়া হচ্ছে, অথচ মিছিলে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেওয়া হচ্ছে না।’ প্রধানমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, ‘এই ধরনের গুন্ডাদের কারা প্রশয় দিচ্ছে? কারণ ওরা জানে তাদের পিছনে মোদী সরকার রয়েছে।’ আরও পড়ুন: গান্ধী পরিবারের হাতে রাশ থাকলে কংগ্রেস পারবে তো? সিবলের জন্মদিনে জোর আলোচনা নৈশভোজের টেবিলে