Delhi Air Pollution: দূষণ পরিস্থিতি মাত্রছাড়া! ১০ নভেম্বর অবধি বন্ধ দিল্লির সমস্ত প্রাথমিক স্কুল

স্কুল বন্ধের বিষয়টি নিয়ে দিল্লির শিক্ষামন্ত্রী অতিশী বলেছেন, “দূষণের মাত্রা খুব বেশি থাকায় দিল্লিতে প্রাথমিক স্কুল ১০ নভেম্বর অবধি বন্ধ থাকবে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির জন্য অনলাইনে ক্লাস করানোর পরামর্শ দেওয়া হয়েছে।” টানা ৬ দিন ধরে দিল্লির বাতাসের গুণমানের অবনমন হয়েছে। রবিবার সকালে এয়ার কোয়াটিলি ইন্ডেক্স (AQI) ছিল ৪৬০।

Delhi Air Pollution: দূষণ পরিস্থিতি মাত্রছাড়া! ১০ নভেম্বর অবধি বন্ধ দিল্লির সমস্ত প্রাথমিক স্কুল
ভয়াবহ দূষণ দিল্লিতেImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 05, 2023 | 1:14 PM

নয়াদিল্লি: প্রতি বছরের মতো এ বছরও দিল্লির বায়ু দূষণ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। গত কয়েক দিন ধরেই ধোঁয়াশা গ্রাস করেছে দেশের রাজধানীকে। এই পরিস্থিতিতে নয়াদিল্লির সমস্ত প্রাথমিক স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল দিল্লি সরকার। ১০ নভেম্বর পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। পঞ্চম শ্রেণি অবধি এই ছুটির ঘোষণা করা হয়েছে। তবে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছুটি দেওয়া হয়নি। কিন্তু স্কুলগুলি চাইলে ওই শ্রেণির জন্য অনলাইনে ক্লাস করাতে পারে বলে জানা গিয়েছে। দিল্লির বাতাসের পরিস্থিতি খারাপ হতেই প্রাথমিক স্কুল ৫ নভেম্বর পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই সময়সীমাই বৃদ্ধি করা হল।

স্কুল বন্ধের বিষয়টি নিয়ে দিল্লির শিক্ষামন্ত্রী অতিশী বলেছেন, “দূষণের মাত্রা খুব বেশি থাকায় দিল্লিতে প্রাথমিক স্কুল ১০ নভেম্বর অবধি বন্ধ থাকবে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির জন্য অনলাইনে ক্লাস করানোর পরামর্শ দেওয়া হয়েছে।” টানা ৬ দিন ধরে দিল্লির বাতাসের গুণমানের অবনমন হয়েছে। রবিবার সকালে এয়ার কোয়াটিলি ইন্ডেক্স (AQI) ছিল ৪৬০। এর জেরে ছোটদের এবং বয়স্কদের শ্বাস সংক্রান্ত সমস্যা দেখা দিচ্ছে। অনেকের চোখের সমস্যাও শুরু হয়েছে।

এই দূষণের জেরে দিল্লির বাতাসে মাইক্রোস্কপিক পিএম২.৫ কণার পরিমাণ মাত্রাছাড়া হয়েছে। সরকারের নিরাপদ মাত্রার ৭-৮ গুণ বেশি রয়েছে। এই কণা ফুসফুস এবং শরীরের অন্য সমস্যার সৃষ্টি করে। দূষণ পরিস্থিতি নিয়ন্ত্রণে দিল্লি সরকার ও কেন্দ্র অতীতেও একাধিক পদক্ষেপ নিয়েছে। এ বছর দূষণ বাড়তেই একাধিক পদক্ষেপ করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও পরিস্থিতি উন্নতি হওয়ার কোনও লক্ষণ এখনও দেখা যায়নি।