Physical Assault: বয়ফ্রেন্ডের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থার ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল, সিঁড়ির মধ্যেই যুবতীকে ধর্ষণ করল ‘পুলিশ’
Delhi Crime: যুবতীর বয়ফ্রেন্ড চলে যাওয়ার পর যুবতী যখন নিজের অ্যাপার্টমেন্টে ঢুকছিলেন, সেই সময় পিছু করেন অভিযুক্ত। সিঁড়িতে যুবতীর পথ আটকে দাঁড়ান এবং তাঁকে ছবি ও ভিডিয়োগুলি দেখিয়ে ব্ল্যাকমেইল করতে থাকেন।
নয়া দিল্লি: দুজনের সম্মতিতে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হতেই পারে, এতে কোনও অপরাধ নেই। কিন্তু সেই ছবি, ভিডিয়ো তুলেই যুবতীকে ব্ল্যাকমেইল করলেন এক ব্যক্তি। নিজেকে পুলিশ অফিসার বলে দাবি করে ওই যুবতীকে তাঁরই আবাসনের সিঁড়িতে ধর্ষণ করলেন অভিযুক্ত। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে নয়া দিল্লিতে। আজ, বৃহস্পতিবার ওই অভিযুক্তকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ৭ জুলাই। দিল্লির প্রশান্ত বিহার এলাকায় থাকেন ওই যুবতী। ঘটনার দিন ওই যুবতী তাঁর প্রেমিকের সঙ্গে গাড়িতে বসেছিলেন। সেখানেই কয়েক মুহূর্তের জন্য় ঘনিষ্ঠ হন দুইজন। ওই সময়ই গাড়ির সাইড মিরর দিয়ে দৃশ্যটি দেখতে পান অভিযুক্ত রবি শোলাঙ্কি। তিনি মোবাইলে ওই দৃশ্যের ছবি ও ভিডিয়ো রেকর্ড করেন।
এর কিছুক্ষণ পরে যুবতীর বয়ফ্রেন্ড তাঁকে অ্যাপার্টমেন্টের সামনে নামিয়ে দিয়ে আসেন। এদিকে, গোটা সময়টাই বাইকে চেপে পিছু করছিলেন অভিযুক্ত। যুবতীর বয়ফ্রেন্ড চলে যাওয়ার পর যুবতী যখন নিজের অ্যাপার্টমেন্টে ঢুকছিলেন, সেই সময় পিছু করেন অভিযুক্ত। সিঁড়িতে যুবতীর পথ আটকে দাঁড়ান এবং তাঁকে ছবি ও ভিডিয়োগুলি দেখিয়ে ব্ল্যাকমেইল করতে থাকেন। এরপরে ওই সিড়িতেই যুবতীকে ধর্ষণ করেন অভিযুক্ত।
ধর্ষণের পর অভিযুক্ত পালিয়ে গেলে যুবতী তাঁর বয়ফ্রেন্ডকে ফোন করেন এবং যাবতীয় ঘটনা খুলে বলেন। এরপরে যুবতী তার পরিবারের সঙ্গে গিয়ে থানায় অভিযোগ জানান। পুলিশ আবাসনের সিসিটিভি ক্যামেরা দেখেই অভিযুক্তকে চিহ্নিত করে এবং যুবতীর বয়ান অনুসারে স্কেচ তৈরি করে। বিগত এক সপ্তাহ ধরে তল্লাশি অভিযান চালানোর পর অবশেষে আজ, বৃহস্পতিবার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।.