Diesel Vehicles Ban: ভারতে নিষিদ্ধ হতে চলেছে ডিজেল চালিত গাড়ি!

Diesel Vehicles Ban: তরুণ কাপুরের নেতৃত্বাধীন কমিটি সুপারিশ করেছে যে, ২০২৪ সাল থেকেই ডিজেল চালিত বাসগুলি নিষিদ্ধ করা উচিত। এগুলির পরিবর্তে সরকারের উচিত বৈদ্যুতিক ও গ্যাসচালিত গাড়ির চালানোয় উৎসাহিত করা।

Diesel Vehicles Ban: ভারতে নিষিদ্ধ হতে চলেছে ডিজেল চালিত গাড়ি!
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: May 09, 2023 | 7:10 AM

নয়া দিল্লি: ভারতে ডিজেল যান নিষিদ্ধ করার প্রস্তুতি চলছে। ‘ক্লিন এনার্জি’র প্রসারের জন্য, ভারত সরকার তেল মন্ত্রকের আওতায় ‘এনার্জি ট্রানজিশন অ্যাডভাইজরি কমিটি’ গঠন করেছে। সোমবার, এই কমিটি পরামর্শ দিয়েছে যে, ২০২৭ সালের মধ্যে দেশে ডিজেল চালিত চার চাকার গাড়ি নিষিদ্ধ করা উচিত। কমিটির মতে, যে শহরগুলিতে ১০ লক্ষের বেশি জনসংখ্যা আছে, সেই সব শহরগুলিতে অবশ্যই ডিজেল গাড়ি নিষিদ্ধ করা উচিত। তার পরিবর্তে বৈদ্যুতিন ও গ্যাসচালিত যানবাহন ব্যবহারের জন্য মানুষকে উৎসাহিত করতে হবে। কমিটির প্রধান তরুণ কাপুর আরও জানিয়েছেন, ২০২৪ থেকেই ডিজেল চালিত বাসগুলি নিষিদ্ধ করা উচিত। তেল মন্ত্রকের ওয়েবসাইটে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে ভারতের শহরগুলিতে শুধু ইলেকট্রিক বাস থাকবে। ২০২৪ সাল থেকেই শহরাঞ্চলে পরিবহণের জন্য ডিজেল চালিত বাসগুলির নথিভুক্তকরণ বন্ধ করা হবে।

শুধুমাত্র বৈদ্যুতিন বাস

ইলেকট্রিক মোবিলিটির প্রসারে, কমিটি ২০২৪ থেকে শুধুমাত্র বৈদ্যুতিন বাসের নিবন্ধনের সুপারিশ করেছে। কমিটি আরও বলেছে যে মাল পরিবহনের জন্য রেলওয়ে এবং গ্যাস চালিত ট্রাকের সর্বাধিক ব্যবহার করা উচিত। একইসঙ্গে, আগামী দুই-তিন বছরের মধ্যে রেলওয়ে নেটওয়ার্ক সম্পূর্ণ বৈদ্যুতিক করার কথাও বলা হয়েছে।

২০৭০ সালের মধ্যে শূন্য কার্বন নির্গমন

কমিটি সুপারিশ করেছে, দূরপাল্লার বাসেও বৈদ্যুতিক প্রযুক্তি ব্যবহার করা উচিত। এই অদলবদলে যে ১০ থেকে ১৫ বছর সময় লাগবে, সেই সময়ের জন্য বিকল্প জ্বালানি হিসেবে গ্যাস ব্যবহার করা উচিত। ভারত বিশ্বের সর্বাধিক গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশগুলির অন্যতম। ২০৭০ সালের মধ্যে শূন্য কার্বন নির্গমনের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য, দেশে পুনর্নবিকরণযোগ্য শক্তি থেকে মোট বিদ্যুত চাহিদার ৪০ শতাংশ উৎপাদন করা প্রয়োজন।

ভূগর্ভস্থ গ্যাস স্টোরেজ

দেশে ডিজেল খরচের ৮০ শতাংশ হয় পরিবহণ ক্ষেত্রে। কমিটির সুপারিশ, ভারতের ভূগর্ভস্থ গ্যাস ভান্ডারের দিকেও নজর দেওয়া উচিত।