Digi Yatra: মুখ দেখিয়েই বিমানে ওঠা যাবে, ৩টি বিমানবন্দরে চালু হল ডিজি যাত্রা

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 02, 2022 | 7:15 AM

প্রথম পর্যায়ে দিল্লি, বেঙ্গালুরু এবং বারাণসী বিমানবন্দরে ডিজি পরিষেবা চালু হল। দ্বিতীয় পর্যায়ে কলকাতা, হায়দরাবাদ, পুনে এবং বিজয়ওয়াড়া বিমানবন্দরে এই পরিষেবা চালু হবে।

Digi Yatra: মুখ দেখিয়েই বিমানে ওঠা যাবে, ৩টি বিমানবন্দরে চালু হল ডিজি যাত্রা
দিল্লি বিমানবন্দরে চালু হল ডিজি যাত্রা। (ফাইল ছবি)।

Follow Us

নয়া দিল্লি: বিমানে ওঠার জন্য আর লাইনে দাঁড়িয়ে বোর্ডিং পাস নিতে হবে না। এবার কেবল মুখের ছবি তুলিয়েই বিমানে উঠতে পারবেন যাত্রীরা। এমনই ব্যবস্থা চালু করল অসমারিক পরিবহণ মন্ত্রক। এই বিশেষ ব্যবস্থার নাম দেওয়া হয়েছে ডিজি যাত্রা। বৃহস্পতিবার থেকেই দেশের ৩টি বিমানবন্দরে অত্যাধুনিক এই ব্যবস্থা চালু হল।

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যাত্রীদের বিমান ধরার আগে ঝক্কি কমাতেই ডিজি যাত্রা চালু করা হল। এই ব্যবস্থায় ডিজিটাল রেকগনিশন টেকনোলজি-র সাহায্যে বিমানযাত্রীদের কেবল মুখ দেখেই সরাসরি বিমানে ওঠার সুযোগ দেওয়া হবে। এর জন্য ফেসিয়াল রেকগনিশন যন্ত্র বসানো হয়েছে। টার্মিনালে ঢোকার পর এই যন্ত্রে যাত্রীদের মুখ দেখানো হবে। এর জন্য আধার কার্ড বা অন্য পরিচয়পত্র দেখিয়ে আগে নাম নথিভুক্ত করাতে হবে। তবে সকল যাত্রীদের জন্য এই ব্যবস্থা বাধ্যতামূলক নয়। কেবল ইচ্ছুক যাত্রীদেরই করানো হবে।

কীভাবে এই সুবিধা পাওয়া যাবে?
ডিজি ব্যবস্থার সুবিধা নেওয়ার জন্য প্রথমে যাত্রীদের নাম নথিভুক্ত করাতে হবে। নাম নথিভুক্তির জন্য টার্মিনালে ঢোকার মুখে ও ভিতরে বসানো হবে রেজিস্ট্রেশন কিয়স্ক। নাম নথিভুক্তি হলেই যাত্রীর মোবাইলে একটি লিঙ্ক চলে আসবে। তারপর ফেস রিডিং যন্ত্রে মুখ এবং চোখ মিলিয়ে দেখা হবে। টার্মিনালে ঢোকার মুখ থেকে মোট তিনবার যাত্রীদের মুখ মিলিয়ে দেখা হবে। এরপর ওই লিঙ্কে ক্লিক করলে মোবাইলেই চলে আসবে বোর্ডিং পাস।

এদিন প্রথম পর্যায়ে দিল্লি, বেঙ্গালুরু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসী বিমানবন্দরে ডিজি পরিষেবা চালু হল। তিনটি বিমানবন্দরেই বসানো হয়েছে ফেসিয়াল রেকগনিশন যন্ত্র। এরপর দ্বিতীয় পর্যায়ে শীঘ্রই কলকাতা, হায়দরাবাদ, পুনে এবং বিজয়ওয়াড়া বিমানবন্দরে এই যন্ত্র বসানো হবে। শীঘ্রই এই বিমানবন্দরগুলিতে ফেস রিডিং যন্ত্র বসানো হবে বলে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক সূত্রে খবর।

তবে ফেস রিডিং ব্যবস্থার পাশাপাশি পুরানো পদ্ধতিতে পাস দেওয়ার ব্যবস্থাও থাকছে। কোনও যাত্রী নতুন পদ্ধতিতে যেতে না চাইলে পুরনো পদ্ধতিতে তাঁকে বোর্ডিং পাস দেওয়া হবে।

Next Article