Newborn Sold: নবজাতককে কাউন্সিলরের কাছে বিক্রির অভিযোগ, গ্রেফতার ২ চিকিৎসক

উত্তর প্রদেশের বলরামপুর জেলার পাচপেড়য়ার একটি হাসপাতালে গত মাসে সন্তানের জন্ম দিয়েছিলেন এক মহিলা। পুষ্পা দেবী নামের ওই মহিলার জোব্বা গ্রামের বাসিন্দা। অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম দেন তিনি। আক্রম জামাল এবং হাফিজুর রহমান নামের দুই চিকিৎসক সিজারিয়ান অস্ত্রোপচার করেছিলেন। এর পর জ্ঞান ফিরলে পুষ্পা দেবীকে জানানো হয়, তাঁর সন্তানের মৃত্যু হয়েছে।

Newborn Sold: নবজাতককে কাউন্সিলরের কাছে বিক্রির অভিযোগ, গ্রেফতার ২ চিকিৎসক
প্রতীকী চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 30, 2023 | 5:44 PM

বলরামপুর: নবজাতককে বিক্রির অভিযোগ উঠল দুই চিকিৎসকের বিরুদ্ধে। নবজাতকের জন্মের পর ওই শিশুর মাকে বলা হয় তাঁর সন্তানের মৃত্যু হয়েছে। কিন্তু সে কথায় বিশ্বাস করেননি ওই মহিলা। তিনি ঘটনা নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন। এর পর তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এক রাজনীতিকের কাছে সেই সন্তান বিক্রি করেছেন দুই চিকিৎসক। নবজাতককে বিক্রির অভিযোগে, দুই চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বলরামপুরে।

উত্তর প্রদেশের বলরামপুর জেলার পাচপেড়য়ার একটি হাসপাতালে গত মাসে সন্তানের জন্ম দিয়েছিলেন এক মহিলা। পুষ্পা দেবী নামের ওই মহিলার জোব্বা গ্রামের বাসিন্দা। অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম দেন তিনি। আক্রম জামাল এবং হাফিজুর রহমান নামের দুই চিকিৎসক সিজারিয়ান অস্ত্রোপচার করেছিলেন। এর পর জ্ঞান ফিরলে পুষ্পা দেবীকে জানানো হয়, তাঁর সন্তানের মৃত্যু হয়েছে। কিন্তু সে কথা বিশ্বাস করেননি পুষ্পা দেবী। তিনি হাসপাতালের সব ওয়ার্ডে খুঁজে বেড়ান নিজের সন্তানকে। কিন্তু হাসপাতালের কোথাও নিজের সন্তানকে খুঁজে পাননি তিনি।

এর পর পাচপেড়য়া থানায় অভিযোগ দায়ের করেন পুষ্পা দেবী। এর পর ঘটনার তদন্তে নামে পুলিশ। তার পরই গ্রেফতার করা হয় দুই অভিযুক্ত চিকিৎসককে। ইতিমধ্যে ওই নবজাতককেও উদ্ধার করেছে পুলিশ। এক কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার হয়েছে নবজাতককে। যদিও ওই কাউন্সিলরকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।