DRDO Rover: উত্তরকাশীর সুড়ঙ্গে NDRF-র কাজ সহজ করে দিচ্ছে মিনি ও স্কাউট, এরা কারা জানেন?
Uttarkashi Tunnel Collapse: ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও-র তরফে পাঠানো হয়েছে দুটি রিমোটলি অপারেটেড ভেহিকেল। দক্ষ মিনি ও দক্ষ স্কাউট নামক এই দুটি রোভারই বর্তমানে উত্তরকাশীর সুড়ঙ্গে রয়েছে। দুটি রোভারেরই বিশেষত্ব রয়েছে অনেক, যা উদ্ধারকাজে সাহায্য করবে।
উত্তরকাশী: অন্ধকার সুড়ঙ্গে কেটে গিয়েছে ১১ দিন। আজ, বৃহস্পতিবার অবশেষে সূর্যের আলো দেখতে চলেছেন উত্তরকাশীর নির্মীয়মাণ সুড়ঙ্গে আটকে থাকা ৪১ শ্রমিক (Uttarkashi Tunnel Rescue Work)। ইতিমধ্যেই পাইপ বসানোর কাজ শেষ হয়েছে। শেষ পর্যায়ের উদ্ধারকাজ চলছে বর্তমানে। সবকিছু ঠিকভাবে চললে, সকাল সাড়ে ৮টার মধ্যেই শ্রমিকদের বের করে আনা সম্ভব হবে ওই ধসে পড়া সুড়ঙ্গ থেকে। উদ্ধারকাজে নজদারি চালাতে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন বিভিন্ন প্রশাসনিক শীর্ষকর্তা। তাঁদের সঙ্গেই হাজির রয়েছে দুই রোভারও (Rover)। তারাও সাহায্য করবে উদ্ধারকাজে। কী করে এই রোবট জানেন?
ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও-র তরফে পাঠানো হয়েছে দুটি রিমোটলি অপারেটেড ভেহিকেল। দক্ষ মিনি ও দক্ষ স্কাউট নামক এই দুটি রোভারই বর্তমানে উত্তরকাশীর সুড়ঙ্গে রয়েছে। দুটি রোভারেরই বিশেষত্ব রয়েছে অনেক, যা উদ্ধারকাজে সাহায্য করবে।
দক্ষ মিনি– ডিআরডিও-র তরফে জানানো হয়েছে, দক্ষ মিনি হল একটি রিমোট ভেহিকেল, যা অত্যন্ত সরু জায়গাতেও প্রবেশ করতে সক্ষম। একবার চার্জ দিলে টানা দুই ঘণ্টা ব্যবহার করা যাবে এই রোভার। রিমোটের মাধ্য়মে ২০০ মিটার অবধি কাজ করতে পারে। এই রোভারের একটি আর্ম বা হাত-ও রয়েছে, যাকে ম্যানিপুলেটর আর্ম বলা হয়। রোভারের এই হাত ২০ কেজি অবধি ভার বহন করতে সক্ষম। এমনকী বিস্ফোরক বহন করতেও সক্ষম মিনি। পাশাপাশি দক্ষ মিনিতে রয়েছে হাই রেজুলিউশন ক্যামেরা, যা কন্ট্রোলারের মাধ্যমে পরিচালিত হয়।
দক্ষ স্কাউট– ডিআরডিও-র অপর রোভার হল দক্ষ স্কাউট। এই রোভারটি মূলত নজরদারির জন্যই তৈরি করা হয়েছে। যেকোনও পৃষ্ঠেই কাজ করতে সক্ষম দক্ষ। এমনকী সিড়ি বেয়েও উঠতে পারে এই রোভার। দক্ষ রোভারে যে ক্যামেরা রয়েছে, তাতে ৩৬০ ডিগ্রি ভিউ পাওয়া যায়। কন্ট্রোলার দিয়ে আশেপাশের রিয়েল টাইম ভিউ দেখা যায়। ২৪ ঘণ্টা কাজ করতে সক্ষম দক্ষ। এই রোভার এতটাই অত্য়াধুনিক যে বোমা নিষ্ক্রিয়ও করতে পারে। ছোট্ট আকার হওয়ায়, পিঠের ব্যাগেই ভরে নেওয়া যায় রোভার।