Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Earthquake: নেপালে ভূমিকম্পের জের, মহাষ্টমীর সকালে কেঁপে উঠল রাজধানীও

Nepal Earthquake: গত ১০ অক্টোবর নেপালে জোরাল ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ওই কম্পনের তীব্রতা ছিল ৬.২। সিকিমে আকস্মিক হ্রদ ফেটে বন্যার সঙ্গে নেপালের এই ভূমিকম্পের যোগ উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। স্বাভাবিকভাবেই ফের নেপালে জোরাল ভূমিকম্প ও দিল্লি পর্যন্ত তার প্রভাব অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে।

Earthquake: নেপালে ভূমিকম্পের জের, মহাষ্টমীর সকালে কেঁপে উঠল রাজধানীও
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 22, 2023 | 9:36 AM

নয়া দিল্লি: মহাষ্টমীর সকালে ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল দিল্লি-সহ সংলগ্ন NCR অঞ্চল। যদিও এই ভূমিকম্পের উৎসস্থল দিল্লি বা ভারতের কোনও এলাকা নয়, এই কম্পনের উৎসস্থল নেপালের (Nepal) ধাদিং। এদিন সকালে জোরালো ভূমিকম্প হয় নেপালে। তারই কিছুটা প্রভাব পড়ে দিল্লি-সহ সংলগ্ন এনসিআর অঞ্চলে। তবে এই ভূমিকম্পে নেপাল বা দিল্লিতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। তবে আতঙ্ক ছড়িয়েছে।

সিসমোলজিক্যাল সেন্টার সূত্রে খবর, এদিন সকাল ৭টা ৩৯ মিনিট নাগাদ জোরাল ভূমিকম্পে কেঁপে ওঠে নেপালের রাজধানী কাঠমাণ্ডু-সহ বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৬.১। ভূমিকম্পের উৎসস্থল কাঠমাণ্ডুর ৫৫ কিলোমিটার পশ্চিমে ধাবিং এলাকায় ভূ-পৃষ্ঠ থেকে ১৩ কিলোমিটার গভীরে।

কাঠমাণ্ডু শহরের পাশাপাশি বাগমতি ও গন্ডকি প্রদেশেও জোরাল কম্পন অনুভূত হয়। দিল্লি ও এনসিআর অঞ্চলেও কম্পন অনুভূত হয়। তবে শেষ পাওয়া খবর পর্যন্ত, এদিনের ভূমিকম্পে হতাহতের কোনও খবর নেই। বিশেষ কোনও ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া যায়নি। তবে নেপালের এই ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়েছে। কেননা চলতি মাসের গোড়ায় সিকিমে যে ভয়াবহ বিপর্যয় ঘটেছিল, তার একদিন আগেই অর্থাৎ গত ১০ অক্টোবর নেপালে জোরাল ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ওই কম্পনের তীব্রতা ছিল ৬.২। সিকিমে আকস্মিক হ্রদ ফেটে বন্যার সঙ্গে নেপালের এই ভূমিকম্পের যোগ উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। স্বাভাবিকভাবেই ফের নেপালে জোরাল ভূমিকম্প ও দিল্লি পর্যন্ত তার প্রভাব অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে।