Eastern Rail: ‘নাটু নাটু’র দৃশ্যে বন্দে ভারত ট্রেন এল কোথা থেকে! ব্যাপারটা কী?
Easter Rail Natu Natu poster: অস্কার জয়ের পর থেকে গোটা ভারতে 'নাটু নাটু' নিয়ে উন্মাদনা। এবার এই উন্মাদনার ছোঁয়া লাগল ভারতীয় রেলেও।
পূর্ব রেলের প্রকাশিত পোস্টারটিতে দেখা যাচ্ছে পিছনে একটি বন্দে ভারত এক্সপ্রেসের ছবি। আর তার সামনে, ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গানের দৃশ্য থেকে কেটে বসানো হয়েছে রামচরণ এবং জুনিয়র এনটিআরকে। তাঁদের দুজনকে দেখা যাচ্ছে নাটু নাটুর নাচের ভঙ্গিতে। শিরোনামে লেখা ‘পেল্টিং স্টোনস অন মুভিং ট্রেন ইজ নট ফান’, অর্থাৎ, চলন্ত ট্রেনে পাথর ছোড়া কোনও মজার বিষয় নয়। সেই সঙ্গে নাটু নাটুর ছন্দে লেখা হয়েছে, ‘না ফেকো ফেকো ফেকো পাত্থর ট্রেন পর’। রয়েছে পূর্ব রেলের লোগোও।
এই পোস্টার সকলেরই নজর কেড়েছে। অনেকেই বলেছেন, ‘নাটু নাটু’র সঙ্গে ‘না ফেকো ফেকো ফেকো পাত্থর ট্রেন পর’-এর ছন্দটা ঠিক মিলছে না। অনেকে আবার পূর্ব রেলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। অস্কারজয়ী গানকে হাতিয়ার করে যদি সত্যি সত্যি সাধারণ মানুষকে সচেতন করা যায়, সেটা ভাল বলেই মত এই অংশের। তবে, কেউ কেউ এই পোস্টার ঘিরে আইনি প্রশ্নও তুলেছেন। একটি সিনেমার দৃশ্য থেকে সরাসরি ছবি কেটে কী কোনও পোস্টারে ব্যবহার করা যায়? সচেতনতামূলক পোস্টার হলেও, এতে কপিরাইট লঙ্ঘন হয়েছে কিনা, সেই প্রশ্নও উঠছে।