Elderly Couple Death: এই বয়সে এমন পরিণতি! গলা কেটে আত্মঘাতী বৃদ্ধ, বিষ খেলেন বৃদ্ধা স্ত্রী
Elderly Couple Death: ইতিমধ্যেই সেই বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার করেছে পুলিশ। প্রথমবারের দেখায়, এই গোটা ঘটনটা পরিকল্পনা মাফিক খুন মনে হলেও, কিছুক্ষণেই তা পরিষ্কার হয়ে যায়। মৃতদেহে পাশেই উদ্ধার হয় একটি 'সুইসাইড নোট'।

বেঙ্গালুরু: নিজের হাতে নিজের গলা কাটলেন বৃদ্ধ। স্বামীর পরিণতি দেখে, বিষ খেয়ে আত্মঘাতী হলেন খোদ বৃদ্ধা স্ত্রীও। একজনের বয়স ৮৩, অন্যজনের ৭৯। ঘটনা কর্নাটকের। কর্মজীবন থেকে অবসর নিয়ে সেখানেই নিজেদের বৃদ্ধ জীবনে সংসার পেতেছিলেন এই দম্পতি। কিন্তু এই বয়সে এসেও যে তাদের এমন পরিণতি হবে, তা স্বপ্নেও কল্পনা করতে পারেননি এই বৃদ্ধ দম্পতির প্রতিবেশিরা।
ইতিমধ্যেই সেই বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার করেছে পুলিশ। প্রথমবারের দেখায়, এই গোটা ঘটনাটা পরিকল্পনা মাফিক খুন মনে হলেও, কিছুক্ষণেই তা পরিষ্কার হয়ে যায়। মৃতদেহে পাশেই উদ্ধার হয় একটি ‘সুইসাইড নোট’।
কী লেখা তাতে? পুলিশ জানাচ্ছে, একজন প্রতারকের পাল্লায় পড়েই এমন পরিণতি হয়েছে তাদের। সুইসাইড নোটে সেই প্রতারকের বিরুদ্ধে লিখে গিয়েছ দম্পতি। জানিয়েছে, কীভাবে ভিডিয়ো কলে ক্রমাগত তাদের হুমকি-হুঁশিয়ারি দিয়ে টাকা হাঁকাতো সে। পুলিশের দাবি, দম্পতির কাছ থেকে প্রায় ৫০ লক্ষ টাকার অঙ্কে টাকা হাঁকিয়েছে সেই প্রতারক।
কিন্তু কেন পুলিশে যোগাযোগ করেনি সেই দম্পতি? পুলিশের দাবি, সেই দম্পতির ‘অপরাধ কাণ্ড’ ফাঁস করার হুঁশিয়ারি দিত ওই প্রতারক। দম্পতি নিঃসন্তান। তাই ভয় পেয়ে কাউকে কিছু না বলেনি। তার পরিণতি দিনে দিনে তাদের কষ্টের পুঁজি হাঁকিয়ে নিয়েছে সেই প্রতারক। এই ঘটনায় স্থানীয় থানায় মামলা দায়ের হওয়ার পাশাপাশি দম্পতির ফোন বাজেয়াপ্ত করে সেই প্রতারকের হদিশ চালাচ্ছে দিল্লি সাইবার অপরাধ শাখাও।





