Budget 2022: রাস্টি ব্রাউন শাড়িতে সুতোর কাজ, এবারও বাজেটে নজর কাড়ল নির্মলা সীতারামনের শাড়ি
Budget 2022: এই নিয়ে চতুর্থবার বাজেট পড়লেন নির্মলা। এরকম একটা 'বিগ ডে'-তে নির্মলা সীতারমণকে দেখা গেল রাস্টি ব্রাউন রঙের সিল্কের শাড়িতে।
নয়া দিল্লি: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Finance Minister Nirmala Sitharaman) শাড়ি-প্রীতি সকলেরই জানা। বছরভর সংসদ থেকে বিভিন্ন সভা কিংবা অনুষ্ঠান, নির্মলা সীতারামনকে শাড়িতেই দেখা যায়। অধিকাংশ ক্ষেত্রেই বিভিন্ন সিল্কের শাড়িতে দেখা যায় অর্থমন্ত্রীকে। তাতে নানা রকমের সুতোর কাজ। এছাড়াও হ্যান্ডলুমের প্রতিও তাঁর টান সকলেরই জানা। মঙ্গলবার বাজেট অধিবেশনেও তাঁর শাড়ি নজর কেড়েছে। ‘সিম্পল অ্যান্ড এলিগেন্ট’ লুকে দেশের প্রথম (পূর্ণ সময়ের) মহিলা অর্থমন্ত্রী সংসদে পৌঁছেছেন। এই নিয়ে চতুর্থবার বাজেট (Union Budget 2022) পড়লেন নির্মলা। এরকম একটা ‘বিগ ডে’-তে নির্মলা সীতারামনকে দেখা গেল রাস্টি ব্রাউন রঙের সিল্কের শাড়িতে। তাতে কিছুটা লালেরও ছোঁয়া আছে। সঙ্গে অফ-হোয়াইট সুতোর কাজ।
Union Finance Minister Nirmala Sitharaman along with Ministers of State for Finance, Dr Bhagwat Kishanrao Karad, Shri Pankaj Chaudhary, and senior officials of the Ministry of Finance, called on President Ram Nath Kovind before presenting the Union Budget 2022-23. pic.twitter.com/7JNZt3rOPj
— ANI (@ANI) February 1, 2022
Union Cabinet approves the #Budget2022; the meeting underway at the Parliament has now concluded. Union Finance Minister Nirmala Sitharaman will present the Budget shortly. pic.twitter.com/jpHptTfhz0
— ANI (@ANI) February 1, 2022
We are in the midst of the Omicron wave, the speed of our vaccination campaign has helped greatly. I am confident that ‘Sabka Prayaas’, we’ll continue with strong growth: FM Sitharaman#Budget2022 pic.twitter.com/iWR95SnQWJ
— ANI (@ANI) February 1, 2022
লাল মানেই শক্তি, ভালবাসা, উষ্ণতার রং। অন্যদিকে ব্রাউন নির্ভরতা, নিরাপত্তা, নিরাপদ দিককে তুলে ধরে। সংসদের সামনে দুধ সাদা গাড়ি থেকে যখন নামলেন নির্মলা সীতারামন মুখে তখন সাদা মাস্ক, ডান দিকে ঘাড় থেকে ঝোলানো সাদা শাল। হাতে লাল ‘ব্রিফকেস’। তাতে রাখা ট্যাব। ব্রিফকেসের উপরে অশোকচক্র বসানো।শরীরী ভাষা যতটা প্রশান্ত, ততটাই আত্মবিশ্বাসেও ভরপুর। বাজেট পড়লেন স্বাধীন ভারতের প্রথম মহিলা অর্থমন্ত্রী।
আরও পড়ুন: Budget 2022 Speech LIVE: জিএসটিতে রেকর্ড আয় কেন্দ্রের, আয়কর কাঠামোতে এল না কোনও পরিবর্তন