Fire in Pandel: প্যান্ডেলে আরতি করছিলেন জেপি নাড্ডা, হঠাৎ দাউদাউ করে জ্বলে উঠল আগুন, তারপর…

JP Nadda: মঙ্গলবার মুম্বই ও সংলগ্ন একাধিক গণেশ মণ্ডপ দর্শনে গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। পুণের সানে গুরুজি তরুণ মিত্র মণ্ডলের পুজোতেও তিনি যান। উজ্জয়নের বিখ্যাত মহাকাল মন্দিরের অনুকরণে ওই মণ্ডপ বানানো হয়েছিল।

Fire in Pandel: প্যান্ডেলে আরতি করছিলেন জেপি নাড্ডা, হঠাৎ দাউদাউ করে জ্বলে উঠল আগুন, তারপর...
এই মণ্ডপেই আগুন লাগে।Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 27, 2023 | 10:08 AM

মুম্বই: মণ্ডপে তখন আরতি করছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। হঠাৎ চিৎকার ‘আগুন আগুন’ (Fire)। গণপতি বিসর্জনের আগেই আগুন লেগে গেল মহারাষ্ট্রের পুণে(Pune)-র একটি মণ্ডপে। মঙ্গলবার পুণের সানে গুরুজি তরুণ মিত্র মণ্ডলের পুজোয় সামিল হয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তিনি যখন আরতি করছিলেন, সেই সময় মণ্ডপের চূড়ায় আগুন লেগে যায়। তড়িঘড়ি বিজেপি সভাপতিকে মণ্ডপ থেকে বের করে আনা হয়। কিছুক্ষণের মধ্যেই মণ্ডপের আগুনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।

জানা গিয়েছে, মঙ্গলবার মুম্বই ও সংলগ্ন একাধিক গণেশ মণ্ডপ দর্শনে গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। পুণের সানে গুরুজি তরুণ মিত্র মণ্ডলের পুজোতেও তিনি যান। উজ্জয়নের বিখ্যাত মহাকাল মন্দিরের অনুকরণে ওই মণ্ডপ বানানো হয়েছিল। সেখানে বিজেপি সভাপতি যখন আরতি করছিলেন, সেই সময় হঠাৎ মণ্ডপের চূড়ায় আগুন লেগে যায়।

অগ্নিকাণ্ডের কারণে আরতির মাঝখানেই থামিয়ে মণ্ডপ থেকে বের করে নিয়ে যাওয়া হয় জেপি নাড্ডাকে। সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু হয়। তবে সঙ্গে সঙ্গেই বৃষ্টি নামার ফলে মিনিট খানেকের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি।

মঙ্গলবার মুম্বইয়ের বিখ্যাত লালবাউচা রাজা মণ্ডপেও যান জেপি নাড্ডা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস, বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রশেখর বাওনাকুলে, বিজেপির জাতীয় সেক্রেটারি বিনোদ তাউরে। এছাড়াও কেশবজি চউল গণেশোৎসবেও যান জেপি নাড্ডা।