AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Delhi Election Results: উঠল গেরুয়া ঝড়! দিল্লির ‘কাঁটা’ সরতেই বিজেপির অন্দরে খুশির জোয়ার

Delhi Election Results: মূলত, রাজধানী পদ্মের উত্থানকেই তুলে ধরেন তিনি। পাশাপাশি লেখেন, 'বিপদ থেকে আপাতত মুক্তি।' উল্লেখ্য, গেরুয়া ঝড়ে উড়ে গিয়েছে আপের ঝাড়ু। প্রায় তিন দশক পর রাজধানীতে নিজেদের দূর্গ তৈরি করল পদ্ম শিবির।

Delhi Election Results: উঠল গেরুয়া ঝড়! দিল্লির 'কাঁটা' সরতেই বিজেপির অন্দরে খুশির জোয়ার
প্রতীকী ছবিImage Credit: PTI
| Updated on: Feb 08, 2025 | 3:51 PM
Share

নয়াদিল্লি: ‘বিপদ থেকে রেহাই’, দিল্লির মসনদে আপের বিদায় ধ্বনি বাজতেই এমন মন্তব্য করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এদিন নিজের এক্স হ্যান্ডেল সাবেক টুইটারে দিল্লির বিধানসভার নির্বাচনের ফলাফল নিয়ে একটি পোস্ট করেন তিনি।

মূলত, রাজধানী পদ্মের উত্থানকেই তুলে ধরেন তিনি। পাশাপাশি লেখেন, ‘বিপদ থেকে আপাতত মুক্তি।’ উল্লেখ্য, গেরুয়া ঝড়ে উড়ে গিয়েছে আপের ঝাড়ু। প্রায় তিন দশক পর রাজধানীতে নিজেদের দূর্গ তৈরি করল পদ্ম শিবির। বিশেষজ্ঞরা বলছেন, আপের ‘দুর্নীতি’কে হাতিয়ার করেই বিধানসভা ভোটে ছক্কা মারল মোদীর টিম।

কত গোল দিল বিজেপি?

পদ্ম শিবিরের অন্দরে এখন খুশির জোয়ার। বলা চলে, দিল্লির ভোটে জয়ের আনন্দ রেশ ফেলেছে ১ হাজার ৪০০ কিলোমিটার দূরে বসা থাকা বঙ্গ বিজেপির নেতাদের মনেও। খুশির মেজাজে আজ তারাও।

দিন শেষে মোট ৪৭টি আসনে দিল্লিতে জয় লাভ করেছে পদ্ম শিবির। ভোট পেয়েছে মোট ৪৭.৮ শতাংশ। হেরেছে আপ। দুপুর তিনটের গণনা অনুযায়ী, তাদের জিম্মায় গিয়েছে মোট ২৩টি আসন। ভোট শতাংশ দাঁড়িয়েছে ৪৪.১ শতাংশ। অন্যদিকে, হাটট্রিক গড়েছে কংগ্রেস। ২০১৫, ২০২০ ও এরপর ২০২৫ সালেরও দিল্লি বিধানসভা নির্বাচনে শূন্যই থেকেছে ‘হাত’।

খুশ মেজাজে মোদী

দলের জয়ে খুশি আত্মহারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এদিন নিজের এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করে লেখেন, ‘জনশক্তি সর্বশ্রেষ্ঠ। জয় হয়েছে উন্নয়নের, জয় হয়েছে সুশাসনের।’

এরপর দিল্লিবাসীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমার প্রিয় ভাই-বোনদের এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য প্রণাম জানাই। মানুষের আর্শীবাদ পেয়ে আমরাও গর্বিত বোধ করছি।’