G Kishan Reddy: জম্মুতে জি কিষাণ রেড্ডির উপস্থিতিতে প্রাণ প্রতিষ্ঠা করা হল ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরের

Prana prathishta of Sri Venkateswara Swamy Temple in Jammu: বৃহস্পতিবার (৮ জুন), তিরুমালা তিরুপতি দেবস্থানমের পৃষ্ঠপোষকতায় জম্মুর মাজিন গ্রামে প্রাণ প্রতীষ্ঠা করা হল শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরের। এই উপলক্ষ্যে অনুষ্ঠিত 'মহাসম্প্রোক্ষণ' কর্মসূচিতে দেবমূর্তির অভিষেক অনুষ্ঠানে অংশ নেন কেন্দ্রীয় সংস্কৃতি, পর্যটন ও উত্তর-পূর্ব রাজ্যগুলির উন্নয়ন মন্ত্রী জি কিষাণ রেড্ডি।

G Kishan Reddy: জম্মুতে জি কিষাণ রেড্ডির উপস্থিতিতে প্রাণ প্রতিষ্ঠা করা হল ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরের
জম্মুর মাজিন গ্রামে ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরের প্রাণ প্রতীষ্ঠা উৎসব
Follow Us:
| Edited By: | Updated on: Jun 08, 2023 | 9:27 PM

শ্রীনগর: বৃহস্পতিবার (৮ জুন), তিরুমালা তিরুপতি দেবস্থানমের পৃষ্ঠপোষকতায় জম্মুর মাজিন গ্রামে প্রাণ প্রতীষ্ঠা করা হল শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরের। এই উপলক্ষ্যে অনুষ্ঠিত ‘মহাসম্প্রোক্ষণ’ কর্মসূচিতে দেবমূর্তির অভিষেক অনুষ্ঠানে অংশ নেন কেন্দ্রীয় সংস্কৃতি, পর্যটন ও উত্তর-পূর্ব রাজ্যগুলির উন্নয়ন মন্ত্রী জি কিষাণ রেড্ডি। শিবালিক অরণ্যের মধ্যে ৬২ একর জমিতে প্রাঙ্গনে এই মন্দির নির্মাণ করা হয়েছে। ৩ জুন এই মন্দিরের উদ্বোধন করা হয়েছিল। এরপর, বৈদিক পণ্ডিতদের মন্ত্রোচ্চারণের মধ্যে ছয় দিন ধরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই অনুষ্ঠান চলেছে। বৃহস্পতিবার এই অনুষ্ঠানের শেষ দিন মন্দিরের ধ্বজা উত্তোলন ও ‘সর্বদর্শন’ অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী।

অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে, জি কিষাণ রেড্ডি বলেন “মহাসম্প্রোক্ষণের অংশ হিসাবে মূর্তির অভিষেক এই ভূমিকে শক্তি দেবে, যে ভূমিতে একসময় মহর্ষি কাশ্যপের বাড়ি ছিল।” পরে টুইট করে তিনি জানান, এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে তিনি ধন্য। টুইটারে মন্ত্রী লেখেন, “জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর শ্রী মনোজ সিনহা, কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিং, টিটিডি চেয়ারম্যান শ্রী ওয়াইভি সুব্বারেড্ডি এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তির সঙ্গে, জম্মুতে শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী আলয় মহাসম্প্রোক্ষণমের পবিত্র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি ধন্য। মন্দিরটি এই অঞ্চলে আধ্যাত্মিক ও সাংস্কৃতিক তাত্পর্য যোগ করবে এবং জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের তাদের নিজ রাজ্যেই ভগবান বালাজির দর্শন পাবেন।”

তিনি আরও বলেন, “এখন কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত সারা দেশে বালাজির মন্দির রয়েছে। এটি ভক্তদের মন্দিরে তাদের প্রার্থনা করার এবং প্রভু বালাজির আশীর্বাদ পাওয়ার সুযোগ করে দেবে। এই মন্দির এই অঞ্চলে আধ্যাত্মিক পর্যটনেও উত্সাহ দেবে।”এদিনের অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডির সঙ্গে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিং, স্থানীয় সাংসদ জুগল কিশোর শর্মা, টিটিডি চেয়ারম্যান ওয়াইভি সুব্বারেডি, রাজ্যের মুখ্য সচিব অরুণ কুমার, এসভি গ্রুপ অব টেম্পলস-এর সভাপতি ভেমিরেড্ডি প্রশান্তি রেড্ডি এবং বৈদিক পণ্ডিতরা অংশ নেন। এছাড়াও এদিনের অনুষ্ঠানে ভিড় জমিয়েছিলেন বিপুল সংখ্যক ভক্তবৃন্দ। নব নির্মিত এই ভেঙ্কটেশ্বর মন্দিরটি জম্মু অঞ্চলের অন্যতম বড় মন্দির। আশা করা হচ্ছে, জম্মু-কাশ্মীরে আগত পর্যটকদের নয়া গন্তব্য হবে এই মন্দির।