marijuana Smuggling: ক্যুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন রাজ্যে গাঁজা পাচার, চক্র ফাঁস
ছত্তীসগঢ়, মধ্য প্রদেশ, রাজস্থান, দিল্লি, উত্তর প্রদেশ, হরিয়ানা এবং মহারাষ্ট্রের একাধিক জায়গায় অভিযান চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই অভিযানে প্রায় ১৩০ কিলোগ্রাম গাঁজা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

ইন্দোর: গাঁজার কারবার করা আইনের চোখে অপরাধ। গাঁজা পাচার রুখতে দেশের বিভিন্ন প্রান্তে সক্রিয় পুলিশ। কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে গাঁজা পাচারচক্রের কারবারিরা গাঁজা পাচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ রকম এক চক্রের পর্দা ফাঁস করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। মধ্য প্রদেশের ইন্দোরের এনসিবি অফিসাররা এই চক্রের সঙ্গে জড়িত তিন জনকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছেন। এই চক্র ক্যুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে গাঁজা পাচার করত বলে অভিযোগয মূলত ছত্তীসগঢ় থেকে এই গাঁজা চক্র চালানো হচ্ছে বলে জানিয়েছে এনসিবি।
এই গাঁজা চক্রের সন্ধান পেয়ে দেশের বিভিন্ন প্রান্তে অভিযান চালায় এনসিবি। ছত্তীসগঢ়, মধ্য প্রদেশ, রাজস্থান, দিল্লি, উত্তর প্রদেশ, হরিয়ানা এবং মহারাষ্ট্রের একাধিক জায়গায় অভিযান চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই অভিযানে প্রায় ১৩০ কিলোগ্রাম গাঁজা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।
এ বিষয়ে এনসিবি-র এক অফিসার বলেছেন, “২০ লক্ষ টাকার গাঁজা উদ্ধার করা হয়েছে। ছত্তীসগঢ় থেকে এই চক্র পরিচালিত হত। সেখানে থাকত চক্রের মাথা। মূলত ছত্তীসগঢ় এবং ওড়িশায় তৈরি হওয়া গাঁজা পাচার করা হত দেশের বিভিন্ন প্রান্তে। ক্যুরিয়ারের মাধ্যমে এই পাচার চালানো হত। এই নেটওয়ার্কে আর কারা জড়িত রয়েছে, কী ভাবে তা পরিচালনা করা হত, তা জানতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।”
