প্রয়াগরাজ: মহাকুম্ভে গেলেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি। মঙ্গলবার, মহাকুম্ভের ইসকন ক্যাম্পে যান তিনি। সেখানে গিয়ে মহাপ্রসাদ তৈরির কাজে হাত লাগানোর পাশাপাশি, মহাপ্রসাদ বিলি করতেও দেখা যায় এই ভারতীয় ধনকুবেরকে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, এদিন সকাল ৮টায় ব্যক্তিগত বিমান চেপে আমেদাবাদ থেকে প্রয়াগরাজ সস্ত্রীক পৌঁছে যান গৌতম আদানি। মহাকুম্ভে গিয়ে সবার প্রথমেই তিনি চলে যান ইসকনের ক্যাম্পে। সোজা ঢুকে যান তাদের রান্নাঘরে। যোগ দেন রান্নার কাজেও।
সম্প্রতি, ইসকনের সঙ্গে হাত মিলিয়ে মহাকুম্ভের মেলায় আগত পুণ্যার্থীদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করেছেন গৌতম আদানি। প্রতিদিন মহাকুম্ভ মেলা ৪০টি জায়গায় মহাপ্রসাদ বিতরণ হবে। অনুমান, প্রতিদিন মোট ৫০ লক্ষ পুণ্যার্থীদের খাওয়ানো হবে এই বিতরণ কেন্দ্রগুলি থেকে।
#WATCH | Prayagraj, Uttar Pradesh: Adani Group Chairman, Gautam Adani at the camp of ISKCON Temple at #MahaKumbhMela2025
The Adani Group and ISKCON have joined hands to serve meals to devotees at the Maha Kumbh Mela in Prayagraj. The Mahaprasad Seva is being offered for the… pic.twitter.com/QGDSJjdYM5
— ANI (@ANI) January 21, 2025
উল্লেখ্য, এদিন মহাকুম্ভে এসে শিল্পপতি আদানি উত্তরপ্রদেশের প্রশাসনিক মহলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘মহাকুম্ভে এসে খুব ভাল লেগেছে। বিশেষ করে ধন্যবাদ জানাই, কুম্ভের ব্যবস্থাপনা কমিটি ও প্রশাসনকে। যারা এত বড় একটি মেলাকে প্রতি মুহূর্তে সামলে চলেছে।’
अद्भुत, अद्वितीय, एवं अलौकिक!
प्रयागराज आकर ऐसा लगा मानो पूरी दुनिया की आस्था, सेवाभाव और संस्कृतियां यहीं मां गंगा की गोद में आकर समाहित हो गयी हैं।
कुंभ की भव्यता और दिव्यता सजीव बनाए रखने वाले सभी साधु, संत, कल्पवासी एवं श्रद्धालुओं की सेवा में तत्पर शासन-प्रशासन, सफाई… pic.twitter.com/04kFsieimr
— Gautam Adani (@gautam_adani) January 21, 2025
গঙ্গা, যমুনা, সরস্বতীর ত্রিবেণী মহাসঙ্গমে এখন উৎসবের আমেজ। ১২ টি পূর্ণকুম্ভ পেরিয়ে ১৪৪ বছর পর এসেছে মহাকুম্ভ। আর সেই পুণ্য তিথিতে পুণ্যস্নানে ভিড় জমিয়েছেন বহু পুণ্যার্থী। চলতি মাসের ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ। চলবে আগামী মাসের ২৬ তারিখ পর্যন্ত। উত্তরপ্রদেশ প্রশাসনের অনুমান, এক মাস ব্যাপী এই উৎসবে কমপক্ষে ভিড় জমাবেন ৪৫ কোটি মানুষ।
তবে শুধু আদানিই নন। সম্ভবত, আগামী মাসেই মহাকুম্ভে যেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তবে এই বিষয়ে তাঁর দফতর থেকে এখন চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।