Video: ট্রেডমিলে হাঁটতে-হাঁটতেই লুটিয়ে পড়লেন, তারপর…

Gym: মাস কয়েক আগেই হায়দরাবাদের এক পুলিশ কনস্টেবলের জিম করতে গিয়ে মৃত্যু হয়। মহারাষ্ট্রের এক বৃদ্ধেরও মৃত্যু হয়। গতবছর কলকাতার এক কলেজ ছাত্রীর জিম করতে গিয়ে মৃত্যু হয়। টেলি অভিনেতা সিদ্ধান্ত সূর্যবংশী থেকে সলমন খানের 'টুইন' সাগর পাণ্ডের জিম করতে গিয়ে মৃত্যু হয়।

Video: ট্রেডমিলে হাঁটতে-হাঁটতেই লুটিয়ে পড়লেন, তারপর...
ট্রেডমিলে হাঁটতে হাঁটতে পড়ে গেলেন ব্যক্তি।Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 16, 2023 | 9:33 PM

গাজিয়াবাদ: সুস্থ থাকতে নিয়মিত শরীরচর্চা করা আবশ্যক। বর্তমানে শরীরচর্চা হিসাবে নিয়মিত জিমে যাওয়ার অভ্যাস করছেন অধিকাংশ মানুষ। সিক্সপ্যাক তৈরি করা, ওজন ঝরানো থেকে হাঁটা বা দৌড়নোর জন্যও জিম সেন্টারকেই বেছে নিচ্ছেন টিনেজ থেকে প্রৌঢ়ও। অনেকেই শারীরিক অবস্থা না বুঝে বা নিয়ম না মেনেই জিমে (Gym) অতিরিক্ত ঘাম ঝরাচ্ছেন। আর এর ফলেই তাঁরা ডেকে আনছেন বিপদ। ফের ট্রেডমিলে হাঁটতে-হাঁটতেই মৃত্যু হল এক ব্যক্তির। এবার ঘটনাস্থল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গাজিয়াবাদ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রেডমিলে হাঁটতে-হাঁটতে মৃত ব্যক্তির নাম সিদ্ধার্থ কুমার সিং। গাজিয়াবাদের সরস্বতী বিহার এলাকার বাসিন্দা মাঝবয়সি এই ব্যক্তি বাড়ির অদূরে একটি জিম সেন্টারে শরীরচর্চা করতে গিয়েছিলেন। ট্রেডমিলে হাঁটতে-হাঁটতে হঠাৎ করেই পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর। জিম সেন্টারের সিসিটিভি-তে সেই মুহূর্তের ভিডিয়ো রেকর্ড হয়েছে। সেই ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। হৃদরোগে আক্রান্ত হয়েই সিদ্ধার্থ কুমারের মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।

ভাইরাল ভিডিয়োটিতে কী দেখা যাচ্ছে?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, জিম সেন্টারে ট্রেডমিলে হাঁটছেন সিদ্ধার্থ কুমার সিং। হঠাৎ করেই তিনি থেমে যান এবং ধীরে-ধীরে জ্ঞান হারিয়ে ফেলেন। সেকেন্ডের মধ্যে তিনি ট্রেডমিলের মধ্যেই পড়ে যান। সেই সময় সিদ্ধার্থবাবুর থেকে কিছুটা দূরে দুই ব্যক্তি দাঁড়িয়েছিলেন। সঙ্গে-সঙ্গে তাঁরা দৌড়ে গিয়ে তাঁকে তোলেন। তারপর জ্ঞান ফেরানোর চেষ্টা করলেও আর চোখ খোলেননি তিনি।

সিদ্ধার্থ কুমার সিং অচৈতন্য হয়ে পড়ে যাওয়ার পর ওই জিম সেন্টারের তরফেই তড়িঘড়ি তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। কিন্তু, ততক্ষণে শেষ। হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানান।

প্রসঙ্গত, মাস কয়েক আগেই হায়দরাবাদের বাওয়েনপল্লির বাসিন্দা, ২৪ বছর বয়সি এক পুলিশ কনস্টেবলের জিম করতে গিয়ে মৃত্যু হয়। পুশ আপ করতে গিয়েই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মহারাষ্ট্রের এক বৃদ্ধেরও মৃত্যু হয়েছিল। গতবছর দক্ষিণ কলকাতার এক কলেজ ছাত্রীর জিম করতে গিয়ে মৃত্যু হয়। আবার টেলি অভিনেতা সিদ্ধান্ত সূর্যবংশী থেকে সলমন খানের ‘টুইন’ সাগর পাণ্ডের জিম করতে গিয়ে মৃত্যু হয়।