AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rahul Gandhi: রাহুলের ভারত জোড়োয় সওয়ারি সারমেয়, কী বলছেন জার্মান শেফার্ডের মালিক?

রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা-র অন্যতম অতিথি জার্মান শেফার্ড। কংগ্রেস সরকারে এলে যাতে পশুদের অধিকার আইন নিয়ে আসে, সে ব্যাপারে রাহুল গান্ধীর কাছে আবেদন রাখবেন জার্মান শেফার্ডের মালিক।

Rahul Gandhi: রাহুলের ভারত জোড়োয় সওয়ারি সারমেয়, কী বলছেন জার্মান শেফার্ডের মালিক?
রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় সামিল সারমেয়। ছবি সৌজন্য: টুইটার
| Edited By: | Updated on: Nov 26, 2022 | 7:28 AM
Share

ইন্দোর: দেশকে একসূত্রে বাঁধতে কন্যাকুমারী থেকে কাশ্মীর ভারত জোড়ো যাত্রা শুরু করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কংগ্রেস সমর্থক, সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরাও রাহুলের এই পদযাত্রায় পা মিলিয়েছেন। এবার তাঁর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভারত জোড়ো যাত্রা-য় সামিল হল সারমেয়ও। ইতিমধ্যে রাহুলের সঙ্গে ১৫ হাজার কিলোমিটার পাড়িও দিয়েছে সে।

জানা গিয়েছে, মধ্যপ্রদেশের গোয়ালিয়রের বাসিন্দা রজত পারাসরের পোষ্য জার্মান শেফার্ড কুকুরটি। শুক্রবারই মালিকের সঙ্গে তাঁর মোটরবাইকের পিছনে বসেই রাহুল গান্ধীর দেশ জোড়ার যাত্রায় সামিল হয়েছে মার্বেল নামে ১০ মাসের এই চারপেয়ী। বলা যায়, রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা-র অন্যতম অতিথি এই সারমেয়। ইতিমধ্যে মালিকের সঙ্গে মোটরবাইকে সে ১৫ হাজার কিলোমিটার পার করে দিয়েছে। কাশ্মীর পর্যন্ত তাঁরা যাবেন বলে জানিয়েছেন পারাসর।

যদিও পোষ্যকে নিয়ে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা-য় সামিল হওয়ার পিছনে রজত পারাসরের সামিল হওয়ার বিশেষ কারণ রয়েছে। কংগ্রেস নেতার অনুরাগী পারাসর জানান, রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার অনেকদিনের ইচ্ছা ছিল। কিন্তু, এখনও পর্যন্ত সেটা সম্ভব হয়ে ওঠেনি। তাই রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় সামিল হওয়ার সুযোগ তিনি ছাড়তে নারাজ।

কিন্তু, পোষ্যকে সঙ্গে নিয়ে ভারত জোড়ো যাত্রা-য় সামিল কেন? রাহুল গান্ধীর অনুরাগী রজত পারাসর জানান, এটা পশুদের অধিকার আইন আনতে সাহায্য করবে। আগামী দিনে কংগ্রেস সরকারে এলে যাতে পশুদের অধিকার আইন নিয়ে আসে, সে ব্যাপারে রাহুল গান্ধীর সঙ্গে দেখা হলে তিনি আবেদন করবেন। রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার আশায় কাশ্মীর পর্যন্ত ভারত জোড়ো যাত্রায় তিনি এবং মার্বেল সামিল থাকবেন বলেও জানিয়েছেন পারাসর।

প্রসঙ্গত, রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হয়ে বর্তমানে মধ্যপ্রদেশের মধ্য দিয়ে অতিক্রম করছে। ইতিমধ্যে সেই যাত্রায় সামিল হয়েছেন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা, তাঁর স্বামী রবার্ট বঢরা এবং তাঁদের ছেলে রেহান। অন্যদিকে, সাভারকারকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে রাহুল গান্ধী মধ্যপ্রদেশে প্রবেশে বোমা দিয়ে মেরে ফেলার হুমকি-চিঠি দিয়েছিল যে ব্যক্তি, এদিনই তাকে গ্রেফতার করে পুলিশ।