Horror Story: চা দিতে দেরি! এক কোপে স্ত্রীর মাথা ধড় থেকে আলাদা করলেন স্বামী

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্ত্রীকে খুনে অভিযুক্ত ব্যক্তির নাম ধর্মবীর (৫২)। তাঁর স্ত্রীর নাম সুন্দরী (৫০)। পুলিশ জানিয়েছে, চা দেওয়া নিয়ে ওই দম্পতির মধ্যে ঝগড়া লেগেছিল। স্ত্রী চা দিতে দেরি করেছিলেন। সে সময় তাঁদের চার সন্তান পাশের ঘরে ঘুমাচ্ছিলেন। সে সময়ই ধারালো অস্ত্র দিয়ে সুন্দরীর গলা কেটে দেন ধর্মবীর।

Horror Story: চা দিতে দেরি! এক কোপে স্ত্রীর মাথা ধড় থেকে আলাদা করলেন স্বামী
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 21, 2023 | 6:30 AM

গাজিয়াবাদ: শীতকালের সকাল। হাড় কাঁপানো ঠান্ডায় উঠতে দেরি হয়েছিল স্ত্রীর। মুখ-হাত ধুয়ে চা বসাতেও দেরি হয়। কিন্তু চা দিতে দেরি হওয়ায় স্বামীর মেজাজ ছিলেন খাপ্পা। চা বানাতে দেওয়ার জন্য মিনিট দশেক সময় দিতে স্বামীকে অনুরোধ করেছিলেন স্ত্রী। কিন্তু তাতে মন গলেনি স্বামীর। শীতের সকালে সময়ে চা দিতে না পারায় তলোয়ার দিয়ে স্ত্রীর গলা কেটে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। সম্প্রতি এই ভয়ানক ঘটনা ঘটেছে দিল্লির কাছে গাজিয়াবাদের ভোজপুর গ্রামে। ঘটনার পর অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্ত্রীকে খুনে অভিযুক্ত ব্যক্তির নাম ধর্মবীর (৫২)। তাঁর স্ত্রীর নাম সুন্দরী (৫০)। পুলিশ জানিয়েছে, চা দেওয়া নিয়ে ওই দম্পতির মধ্যে ঝগড়া লেগেছিল। স্ত্রী চা দিতে দেরি করেছিলেন। সে সময় তাঁদের চার সন্তান পাশের ঘরে ঘুমাচ্ছিলেন। সে সময়ই ধারালো অস্ত্র দিয়ে সুন্দরীর গলা কেটে দেন ধর্মবীর।

সেই চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। এসে দেখেন সুন্দরীর মুণ্ডহীন দেহ পড়ে রয়েছে মাটিতে। দেহ থেকে মাথা আলাদা হয়ে গিয়েছে। তখনই খবর গিয়েছিল পুলিশের কাছে। পুলিশ এসে দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।