AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bihar Election 2025 Results: বিহারের পর বাংলা জয়! ‘ভোটের অঙ্কে’ আত্মবিশ্বাসী কেন্দ্রীয় মন্ত্রী

Bihar Election Results: বিহারে এবার হাইভোল্টেজ ভোট। ওয়াকিবহাল মহল বলছে, এই অঙ্কের উপরেই দাঁড়িয়ে থাকবে দিল্লির সমীকরণ। বিশেষ করে জেডিইউ ও বিজেপির রসায়ন। তবে নজরে কি শুধু তাঁরাই? একদমই নয়। নজরে রয়েছে আরও একজন। প্রশান্ত কিশোর। ভোটকুশলী থেকে ভোটের কারবারি হয়েছেন তিনি।

Bihar Election 2025 Results: বিহারের পর বাংলা জয়! 'ভোটের অঙ্কে' আত্মবিশ্বাসী কেন্দ্রীয় মন্ত্রী
কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংImage Credit: PTI
| Updated on: Nov 14, 2025 | 4:10 PM
Share

পটনা: প্রথমে বিহার, তারপর বাংলা। রোডম্যাপের ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর। মগধভূমের গণনা শুরু হয়ে গিয়েছে। পরপর গোল দিচ্ছে নীতীশদের জোট। সাড়ে ১০টার হিসাব বলছে, ১৮৩টি আসনে এগিয়ে তাঁরা। ম্যাজিক ফিগার পার। চিন্তায় রাহুল-তেজস্বীর ‘মহাগঠবন্ধন’। এখনও পর্যন্ত তাঁরা ৫৭টি আসনে এগিয়ে রয়েছে বলেই জানাচ্ছে কমিশন। বেলা বাড়লে, খেলার অভিমুখও বোঝা যাবে। আপাতত সবটাই খানিক ভাসা ভাসা।

এই আবহেই আগামীর অঙ্ক কষে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। এদিন সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে তিনি বলেন, ‘যাঁরা বিহারকে বোঝেন তাঁরা জানেন, এখানে মানুষ জঙ্গলরাজ ফেরাতে চান না। তাঁরা আগেই দুর্নীতিগ্রস্থ নেতাদের সরিয়ে দিয়েছে।’ বিহারে এবারও এনডিএ জোটেরই জয় হবে বলে দাবি গিরিরাজের। তাঁর কথায়, ‘বিহারে আমাদের জয় নিশ্চিত।’

শুধু বিহার নয়, বছর ঘুরলেই বাংলায় নির্বাচন। সেখানেও বিজেপিই জয় হাসিল করবে বলে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর। গিরিরাজের কথায়, ‘এবার বাংলার পালা। আমরা বাংলাতেও সরকার তৈরি করব। ওখানকার সরকার অরাজকতায় পরিপূর্ণ।’

উল্লেখ্য়, বিহারে এবার হাইভোল্টেজ ভোট। ওয়াকিবহাল মহল বলছে, এই অঙ্কের উপরেই দাঁড়িয়ে থাকবে দিল্লির সমীকরণ। বিশেষ করে জেডিইউ ও বিজেপির রসায়ন। তবে নজরে কি শুধু তাঁরাই? একদমই নয়। নজরে রয়েছে আরও একজন। প্রশান্ত কিশোর। ভোটকুশলী থেকে ভোটের কারবারি হয়েছেন তিনি। এর আগের নির্বাচনে তাঁকে বারংবার পড়তে ব্যাকফুটে। সেই পিকে বিধানসভা নির্বাচনে অন্তত নিজের অস্তিত্ব তৈরি করতে পারবেন কিনা সেই দিকেও তাকিয়ে একাংশ।

ভোটদানে নজির গড়েছে বিহার

দুই দফায় মিটেছে নির্বাচন। ভোটাধিকার প্রয়োগের নিরিখে এবারে নজির গড়েছেন বিহারের মানুষ। ছটের ছুটিতে প্রয়োগ করেছেন গণতান্ত্রিক অধিকার। গত ৬ নভেম্বর ২৪৩ আসনের বিধানসভায় প্রথম দফায় ১২১টি আসনে ভোট পড়েছিল ৬৫.০৮ শতাংশ। এরপর ১১ নভেম্বর দ্বিতীয় দফায় ১২২টি আসনে ভোট পড়েছে ৬৮.৭৮ শতাংশ। যা মগধভূম নির্বাচনী ইতিহাসে সর্বকালীন রেকর্ড।