Maharashtra: ভুলেও হোয়াটসঅ্যাপে আসা বিয়ের আমন্ত্রণপত্রে ক্লিক করবেন না, সর্বস্বান্ত হতে পারেন
Maharashtra: পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির হোয়াটসঅ্যাপে একটি বিয়ের আমন্ত্রণপত্র এসেছিল। যেখানে লেখা ছিল, '৩০ অগস্ট বিয়ে। অবশ্যই আসবেন।' যার নিচে একটা বিয়ের নিমন্ত্রণপত্র ছিল। দেখে মনে হবে পিডিএফ ফাইল। ওই সরকারি কর্মী ফাইলে ক্লিক করার পরই প্রতারকরা তাঁর ফোনে থাকা নানা তথ্য হাতিয়ে নেয়।

মুম্বই: হোয়াটসঅ্যাপে এখন অনেকেই বিয়ের নিমন্ত্রণপত্র পান। তেমনই অচেনা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে বিয়ের নিমন্ত্রণপত্র এসেছিল। কার বিয়ের নিমন্ত্রণপত্র, কী লেখা রয়েছে ভিতরে, তা দেখতে গিয়েই মাথায় হাত পড়ল এক সরকারি কর্মচারীর। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ‘হাপিশ’ হয়ে গেল প্রায় ২ লক্ষ টাকা। ঘটনাটি মহারাষ্ট্রের হিঙ্গলি জেলার।
পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির হোয়াটসঅ্যাপে একটি বিয়ের আমন্ত্রণপত্র এসেছিল। যেখানে লেখা ছিল, ‘৩০ অগস্ট বিয়ে। অবশ্যই আসবেন।’ যার নিচে একটা বিয়ের নিমন্ত্রণপত্র ছিল। দেখে মনে হবে পিডিএফ ফাইল। ওই সরকারি কর্মী ফাইলে ক্লিক করার পরই প্রতারকরা তাঁর ফোনে থাকা নানা তথ্য হাতিয়ে নেয়। এরপরই ওই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ৯০ হাজার টাকা ‘গায়েব’ হয়ে যায়। প্রতারিত ব্যক্তি হিঙ্গলি পুলিশ স্টেশন ও সাইবার সেল ডিপার্টমেন্টে অভিযোগ দায়ের করেন।
কী ছিল বিয়ের নিমন্ত্রণপত্র হিসেবে পাঠানো ওই ফাইলে?
সাইবার বিশেষজ্ঞরা বলছেন, বিয়ের নিমন্ত্রণপত্র হিসেবে যে ফাইলটা পাঠানো হয়েছিল, তা আসলে অ্যানড্রয়েড অ্যাপ্লিকেশন প্যাকেজ(APK)। ফোন হ্যাক করতে ও ফোন থেকে গুরুত্বপূর্ণ ডেটা চুরি করতে APK ব্যবহার করে প্রতারকরা। কেউ যদি ফাইলে একবার ক্লিক করেন, তবে তা মোবাইলে ডাউনলোড হয়ে যায়। এর পর প্রতারকরা ওই ফোনে নজরদারি চালাতে পারে। ফোনের মালিকের অজান্তেই নানা তথ্য হাতিয়ে নিতে পারে। এভাবেই তথ্য হাতিয়ে ওই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ৯০ হাজার টাকা প্রতারকরা হাতিয়ে নিয়ে বলে সাইবার বিশেষজ্ঞরা মনে করছেন।
বিয়ের আমন্ত্রণপত্রের নামে সাইবার প্রতারণার ঘটনা গতবছর সামনে এসেছিল। অনেকেই প্রতারিত হয়েছিলেন। হিমাচল প্রদেশ সাইবার পুলিশ গতবছর সাধারণ মানুষকে সতর্ক করে একটি বার্তা দিয়েছিল। অচেনা ব্যক্তির কাছে থেকে হোয়াটসঅ্যাপে এমন কোনও বার্তা এলে তা না খোলার পরামর্শ দিয়েছিল পুলিশ।

