Parliament Budget Session: সংসদেও রাম মন্দির! মোদী সরকারের মাস্টারস্ট্রোক

PM Narendra Modi: লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ অধিবেশন। সেই কারণে যথেষ্ট গুরুত্বপূর্ণ অধিবেশন। চলতি বছরেই ২২ জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হয়েছে রাম মন্দিরের। মোদী সরকারের তৃতীয়বার মসনদে ফেরার পথ অনেকটাই প্রশস্ত করেছে রাম মন্দির। এবার সংসদেও উঠবে রাম মন্দির প্রসঙ্গ।

Parliament Budget Session: সংসদেও রাম মন্দির! মোদী সরকারের মাস্টারস্ট্রোক
সংসদে রাম মন্দির নিয়ে ধন্যবাদ প্রস্তাবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী মোদী।Image Credit source: TV9 বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Feb 10, 2024 | 12:12 PM

নয়া দিল্লি: আজ, শনিবার সংসদের বাজেট অধিবেশনের শেষ দিন। আর শেষ দিনেই মাস্টার স্ট্রোক মোদী সরকারের। সূত্রের খবর, সংসদ অধিবেশনের শেষ দিনে রাম মন্দির নিয়ে ধন্যবাদ প্রস্তাব আনতে চলেছে সরকার। সংসদের লোকসভায় এই বিষয়ে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকেল পাঁচটা নাগাদ সংসদে বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী। এই সময় অনুপস্থিত থাকতে পারেন তৃণমূল সাংসদরা।

লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ অধিবেশন। সেই কারণে যথেষ্ট গুরুত্বপূর্ণ অধিবেশন। চলতি বছরেই ২২ জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হয়েছে রাম মন্দিরের। মোদী সরকারের তৃতীয়বার মসনদে ফেরার পথ অনেকটাই প্রশস্ত করেছে রাম মন্দির। এবার সংসদেও উঠবে রাম মন্দির প্রসঙ্গ। আজ সংসদ অধিবেশনের শেষ দিনে রাম মন্দির নিয়ে ধন্যবাদ প্রস্তাব আনতে চলেছে সরকার। লোকসভা ও রাজ্যসভা-উভয় কক্ষেই আলোচনা হবে এই ধন্যবাদ প্রস্তাবের উপর।

সূত্র মারফত জানা গিয়েছে, এই ধন্যবাদ প্রস্তাবের থিম রাখা হয়েছে “এক ভারত, শ্রেষ্ঠ ভারত”। এই প্রস্তাবে রাম মন্দিরের নির্মাণের জন্য প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানানো হবে।  রাম মন্দিরকে ভারত, ভারতীয় প্রাচীন ও মহান সংস্কৃতির প্রতীক হিসাবেই বর্ণনা করা হবে। বিজেপি সামসদ সত্যপাল সিং লোকসভায় এই প্রস্তাব আনবেন। ধন্যবাদ প্রস্তাবে দুই কক্ষেই বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রাম মন্দির নিয়ে আলোচনার জন্য চার ঘণ্টা ধার্য করা হয়েছে। ইতিমধ্যেই বিজেপি সাংসদদের বাধ্যতামূলকভাবে হাজির থাকতে বলা হয়েছে।  হুইপ জারি করেছে বিজেপি। পাল্টা নিজেদের সাংসদদের জন্য হুইপ জারি করেছে কংগ্রেসও।

তবে সূত্রের খবর, রাম মন্দির প্রতিষ্ঠার উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় উপস্থিত থাকবে না তৃণমূল কংগ্রেসের সাংসদরা। রাম মন্দিরের আলোচনায় অংশ নেবে না সিপিএমও। তবে উপস্থিত থাকবে কংগ্রেসের সাংসদরা।