নয়া দিল্লি: গত বছরের তুলনায় চলতি বছরের মে মাসে জিএসটি সংগ্রহ বাড়ল ঠিকই। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় দেশের প্রায় সব রাজ্যে জারি হওয়া বিধিনিষেধের জেরে গত মাসের তুলনায় এই মাসে অনেকটাই কমল কেন্দ্রের রাজস্ব আদায়ের পরিমাণ। কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, গত এক মাসে কেন্দ্র ১ লক্ষ ২ হাজার ৭০৯ কোটির জিএসটি আদায়ে সক্ষম হয়েছে। গত এপ্রিল মাসে কেন্দ্রের গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স আদায়ের পরিমাণ ছিল প্রায় ১ লক্ষ ৪১ হাজার কোটি টাকা।
করোনার প্রথম ঢেউ ধাক্কা মারার পর দেশজুড়ে জারি হওয়া লকডউনের জেরে তলানিতে ঠেকেছিল কেন্দ্রের পণ্য ও পরিষেবা কর আদায়ের পরিমাণ। তবে বিধিনিষিধ শিথিল করে অর্থনীতির চাকা ফের গড়াতে শুরু হলেই তা নতুন করে বৃদ্ধি পেতে থাকে। এই নিয়ে নাগাড়ে টানা ৮ মাস ১ লক্ষ কোটি টাকার উপরেই রইল কেন্দ্রের আদায় করা জিএসটি। ২০২০ সালের মে মাসের তুলনায় অবশ্য এই বছরের জিএসটি সংগ্রহের হার প্রায় ৫৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২০ সালের মে মাসে জিএসটি সংগ্রহ হয়েছিল মাত্র ৬২,০০৯ কোটি টাকা।
আরও পড়ুন: তৈরি নতুন টিম, ‘সর্বভারতীয়’ শব্দটাতে কি বেশি জোর দিচ্ছেন মমতা!
শনিবার অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, মোট রাজস্ব আদায়ের ১,০২,৭০৯ কোটি টাকার মধ্যে কেন্দ্রীয় জিএসটির পরিমাণ ১৭,৫৯২ কোটি টাকা। রাজ্য জিএসটির পরিমাণ ২২,৬৫৩ কোটি টাকা। এবং ইন্টিগ্রেটেড জিএসটি আদায়ের পরিমাণ ৫৩,১৯৯ কোটি টাকা।
আরও পড়ুন: তৃণমূলে ‘এক ব্যক্তি এক পদ’, মন্ত্রীদের ছাড়তে হবে লালবাতি গাড়ি, কড়া নির্দেশ মমতার