Weather Update: ছুটির দিনেও ভারী বৃষ্টিতেই ভাসবে দক্ষিণী রাজ্যগুলি, কমলা সতর্কতা জারি ৫ জেলায়

Weather Update: বিক্ষিপ্তভাবে বজ্রপাত সহ ঝড়বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু জুড়ে।  কমলা সতর্কতা জারি করা হয়েছে কেরলের পাঁচ জেলাতেও। 

Weather Update: ছুটির দিনেও ভারী বৃষ্টিতেই ভাসবে দক্ষিণী রাজ্যগুলি, কমলা সতর্কতা জারি ৫ জেলায়
তামিলনাড়ুতে বাড়ছে মৃতের সংখ্যা। ছবি- PTI
Follow Us:
| Edited By: | Updated on: Nov 14, 2021 | 10:45 AM

চেন্নাই: আজও ভারী বৃষ্টিতেই ভাসবে তামিলনাড়ু (Tamil Nadu) সহ দক্ষিণের একাধিক রাজ্যগুলিতে। কেন্দ্রীয় আবহাওয়া দফতর (IMD) সূত্রে জানানো হয়েছে, রবিবার সকাল থেকেই ভারী বৃষ্টি শুরু হবে চেন্নাই, কন্যাকুমারী ও তিরুনেলাভেলি জেলায়। বেলা বাড়তেই সালেম, চেঙ্গালপেট, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম ও ভিল্লুপুরমেও দাপট বাড়বে বৃষ্টির। বিক্ষিপ্তভাবে বজ্রপাত সহ ঝড়বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে।  কমলা সতর্কতা জারি করা হয়েছে কেরল(Kerala)-র পাঁচ জেলাতেও।