চেন্নাই: আজও ভারী বৃষ্টিতেই ভাসবে তামিলনাড়ু (Tamil Nadu) সহ দক্ষিণের একাধিক রাজ্যগুলিতে। কেন্দ্রীয় আবহাওয়া দফতর (IMD) সূত্রে জানানো হয়েছে, রবিবার সকাল থেকেই ভারী বৃষ্টি শুরু হবে চেন্নাই, কন্যাকুমারী ও তিরুনেলাভেলি জেলায়। বেলা বাড়তেই সালেম, চেঙ্গালপেট, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম ও ভিল্লুপুরমেও দাপট বাড়বে বৃষ্টির। বিক্ষিপ্তভাবে বজ্রপাত সহ ঝড়বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে। কমলা সতর্কতা জারি করা হয়েছে কেরল(Kerala)-র পাঁচ জেলাতেও।
বিগত এক সপ্তাহ ধরেই একটানা বৃষ্টি চলছে তামিলনাড়ু জুড়ে। বিশেষত রাজ্য়ের উত্তরের জেলাগুলি যেমন, চেন্নাই, চেঙ্গালপেট, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম ও ভিল্লুপুরমে একটানা লাগাতার বৃষ্টির কারণে কার্যত বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজও এই অঞ্চলগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আজ ভারী বৃষ্টি হলেও, আগামী কয়েকদিন স্বল্প থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হবে বলেই জানানো হয়েছে।
কেন্দ্রীয় আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের দক্ষিণ অংশে একটি নিম্নচাপ শক্তি বাড়িয়ে উত্তর-পশ্চিমদিকে এগিয়েছে। গত বৃহস্পতিবার তামিলনাড়ুর উত্তর অংশ এবং অন্ধ্র প্রদেশের (Andhra Pradesh) দক্ষিণ উপকূল দিয়ে কাড়াইকাল ও শ্রীহরিকোটার পথ ধরে নিম্নচাপটি স্থলভাগে প্রবেশ করে। ধীরে ধীরে নিম্নচাপটি পুদুচেরীর উত্তর অংশের দিকে এগোচ্ছে বর্তমানে। নিম্নচাপের প্রভাবে তামিলনাড়ুর বিস্তীর্ণ এলাকা জুড়েই মাঝরি থেকে ভারী ও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে, দক্ষিণ আন্দামান সাগর ও পার্শ্ববর্তী তাইল্যান্ডের উপকূলের উপরও আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী ১৫ নভেম্বরের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হতে পারে। ১৮ নভেম্বরের মধ্যে ঘূর্ণাবর্তটি অন্ধ্র উপকূলে পৌঁছতে পারে। ফলে সেই সময়ও ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
চেন্নাইতে আগামিকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমায় দক্ষিণ রেলওয়ের তরফে ফের একবার লোকাল ট্রেনগুলি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামিকাল, ১৫ নভেম্বর থেকেই এই রেল পরিষেবা চালু হবে বলে জানা গিয়েছে। চেন্নাই সেন্ট্রাল, সুল্লুরপেটা, চেন্নাই-চেঙ্গালপাট্টু ও ভেলাচেরি থেকেও যাত্রীদের বিনা বাধায় ট্রেনে উঠতে দেওয়া হবে।
তামিলনাড়ুর পাশাপাশি কেরলেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে পাঁচটি জেলায়। পাথানিমিত্তা, আলাপ্পুজা, এরনাকুলাম ও ইদুক্কিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ১৬ নভেম্বর অবধি এই বৃষ্টিপাত জারি থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণ আন্দামান সাগরে তৈরি নিম্নচাপের প্রভাবে আজ থেকেই ওড়িশা(Odisha)-এ বৃষ্টিপাত শুরু হবে। খুড়দা, পুরী, গঞ্জম, নয়াগড়, গজপতি, কটক ও জগৎসিংপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ১৭ নভেম্বর অবধি গঞ্জম ও গজপতিতে ভারী বৃষ্টিপাত চলবে।