প্রয়াগরাজ: সম্ভবনা ছিল, আজ তা পূরণ হল। মহাকুম্ভের পুণ্য ভূমিতে পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন গঙ্গা, যমুনা ও সরস্বতীর মহাসঙ্গমে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী। করলেন পুণ্যস্নানও। আর গোটা পরিক্রমায় তাঁর সঙ্গী হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বাবা রামদেব ও অন্যান্য সাধুরা।
সোমবার পূর্বনির্ধারিত সূচি মতোই প্রয়াগরাজে পৌঁছে যান তিনি। সকাল ১১ নাগাদ নামেন বিমানবন্দরে। কুম্ভ দর্শনে শাহের সঙ্গেই হাজির হয় তাঁর পরিবার। এদিন বিমানবন্দর থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও তাঁর পরিবারকে স্বাগত জানাতে পৌঁছে যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অমিত শাহ। জানা গিয়েছে, সেখান থেকেই প্রথমে হেলিকপ্টার ও তারপর স্টিমার চেপে আরেল ঘাটে পৌঁছে যান তাঁরা। এরপর কড়া নিরাপত্তার সঙ্গে ত্রিবেণী মহাসঙ্গমে চলে ‘শাহী ডুব’।
महाकुंभ आस्था और संस्कृति के संगम के साथ परंपरा, आधुनिकता और समानता की त्रिवेणी भी है। आज केंद्रीय गृह एवं सहकारिता मंत्री श्री @AmitShah जी ने पूज्य संतों के साथ प्रयागराज में महाकुंभ में स्नान किया।#एकता_का_महाकुंभ pic.twitter.com/qrIsBB6Zb7
— Office of Amit Shah (@AmitShahOffice) January 27, 2025
তবে শুধুই পুণ্যস্নান নয়। জানা গিয়েছে, ত্রিবেণী মহাসঙ্গমে স্নান সেরে স্থানীয় হনুমান মন্দিরে যাবেন শাহ। সম্ভবনা রয়েছে কুম্ভের সফরের ফাঁকেই সাধু-সন্তদের সঙ্গে এক দফা বৈঠকের। এছাড়াও, যেতে পারেন জুনা আখড়াতেও। প্রায় ৫ ঘণ্টা মহাকুম্ভে থাকবেন শাহ। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, নিজের কোলে পুত্রকে নিয়ে সাধুদের থেকে আর্শীবাদ নিচ্ছেন জয় শাহ।
প্রসঙ্গত, প্রয়াগরাজের মহাসঙ্গমের তীরে এখন উৎসবের আমেজ। গত ১৩ই জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ। চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ১২টি পূর্ণকুম্ভ পেরিয়ে ১৪৪ বছর এসেছে মহাকুম্ভ। আর সেই সুবাদেই সেখানে ভিড় জমিয়েছেন দেশ-বিদেশ থেকে আগত পুণ্যার্থী ও সাধু-সন্তরা। সূত্রের খবর, আগামী মাসের ৫ তারিখ মহাকুম্ভে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।