Goa Beach Murder: স্ত্রীকে সমুদ্রে নিয়ে গিয়ে ডুবিয়ে ‘খুন’! প্রেমিকাকে পেতেই এমন কাণ্ড?

Jan 21, 2024 | 12:43 PM

স্ত্রীকে খুনে অভিযুক্ত যুবকের নাম গৌরব কাটিয়ার। তিনি উত্তর প্রদেশের লখনউয়ের বাসিন্দা। দক্ষিণ গোয়ার কোলবা এলাকার একটি বিলাসবহুল হোটেলে ম্যানেজারের কাজ করতেন তিনি। এক বছর আগে বিয়ে হয়েছিল গৌরবের। কিন্তু অন্য এক মহিলার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল বলে জানতে পরেছে পুলিশ।

Goa Beach Murder: স্ত্রীকে সমুদ্রে নিয়ে গিয়ে ডুবিয়ে খুন! প্রেমিকাকে পেতেই এমন কাণ্ড?
সমুদ্র সৈকত
Image Credit source: facebook

Follow Us

গোয়া: স্ত্রীকে লুকিয়েই অন্য মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত ছিলেন এক যুবক। ২৯ বছরের ওই যুবক গোয়ার একটি বিলাসবহুল হোটেলের ম্যানেজার পদে কর্মরত ছিলেন। কিন্তু তাঁর পরকীয়া সম্পর্কের কথা জেনে যায় তাঁর স্ত্রী। এর পরই স্ত্রীকে খুন করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। যদিও স্ত্রীকে খুন করে সেটিকে দুর্ঘটনা হিসাবে চালানোর চেষ্টা করেন অভিযুক্ত হোটেল ম্যানেজার। স্ত্রীকে খুনে অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে বলেও জানানো হয়েছে পুলিশের তরফে।

স্ত্রীকে খুনে অভিযুক্ত যুবকের নাম গৌরব কাটিয়ার। তিনি উত্তর প্রদেশের লখনউয়ের বাসিন্দা। দক্ষিণ গোয়ার কোলবা এলাকার একটি বিলাসবহুল হোটেলে ম্যানেজারের কাজ করতেন তিনি। এক বছর আগে বিয়ে হয়েছিল গৌরবের। কিন্তু অন্য এক মহিলার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল বলে জানতে পরেছে পুলিশ। সে কথা জেনে ফেলাতেই তাঁর স্ত্রীকে খুন হতে হয়েছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

এই খুনের ঘটনা নিয়ে এক পুলিশ অফিসার জানিয়েছেন, গৌরব তাঁর স্ত্রীকে দক্ষিণ গোয়ার সমুদ্রসৈকতে নিয়ে গিয়েছিলেন। শুক্রবার বিকাল পৌনে চারটে নাগাদ কাবো ডি রামা সৈকতে নিয়ে যান। দুজনে একসঙ্গে জলে নামেন। কিন্তু তার পর একাই ফিরে আসেন গৌরব। তা দেখে সেখানে উপস্থিত বাকি পর্যটকদের সন্দেহ হয়। দুর্ঘটনার জেরে স্ত্রীর মৃত্যু হয়েছে বলে সবাইকে বোঝানোর চেষ্টা করেন অভিযুক্ত। কিন্তু পর্যটকদের মোবাইলে ওঠা বেশ কিছু ভিডিয়ো ফুটেজ গৌরবের সেই দাবিকে নস্যাৎ করে। ওই মহিলার দেহে ক্ষত চিহ্ন পেয়েছে পুলিশ। পুলিশ মনে করছে জলে ডুবিয়ে মারার আগে স্ত্রীর গলা পেঁচিয়ে ধরেছিলেন অভিযুক্ত। স্ত্রীর মৃত্যু নিশ্চিত করে তবেই ফিরে আসেন অভিযুক্ত।

Next Article