Explained: পাকিস্তানের বদলা নিতে ভারতের বিরুদ্ধে ‘জল-বোমা’ বাঁধছে চিন
China Biggest Hydro Project: নদীর জলপ্রবাহে একটা অলিখিত নিয়ন্ত্রণ তৈরি করবে তারা। যেহেতু চিন কোনও রকম আন্তর্জাতিক জলচুক্তির অংশ, সেহেতু তাদের সীমানায় উৎপত্তি হওয়া নদীকে যেমন খুশি ব্য়বহারের স্বপ্ন দেখছে তারা। বাঁধা দেওয়ারও কেউ নেই।

নয়াদিল্লি: হিন্দি-চিনি ভাই ভাই! নেহরুর এই তত্ত্ব কবেই খারিজ করেছে চিন। বলা চলে ভারত যতই তাদের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখার চেষ্টা করেছে, পাল্টা ততই ব্যাপারটাকে তিক্ত করেছে লালফৌজের দেশ। এবার সেই আবহেই প্রকাশ্যে ভয়াবহ তথ্য। ভারতের আকাশে শঙ্কার মেঘ ডেকে আনল চিন। তিব্বতে ব্রহ্মপুত্রের উপরে তারা তৈরি করছে বিশ্বের বৃহত্তম নদীবাঁধ। যা নিয়ে চিন্তায় নয়াদিল্লি। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খাণ্ডু তো বলেই ফেললেন, ‘এই বিশাল বাঁধ জল বোমায় পরিণত হবে।’ কী কাজে এই বাঁধ তৈরি করছে চিন? চিনের উদ্দেশ্য বোঝার আগে বুঝতে হবে ব্রহ্মপুত্রে গতিপথ। কৈলাসের মানসরোবর অবস্থিত চেমায়ুং দুং হিমাবহ, যা তিব্বতের অংশ। সেখানেই উৎপত্তি হয়েছে ব্রহ্মপুত্রের। তিব্বতি ভাষায় নাম হয়েছে ইয়াললুং জাংবো।...
