AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amrit Bharat Express: স্পিড ১৩০ কিমি প্রতি ঘণ্টায়, মাত্র ৮০০ টাকা ভাড়ার এই ট্রেন ছাড়বে হাওড়া থেকে

Amrit Bharat: কম খরচে উচ্চমানের পরিষেবা পাওয়া যাবে বলেই দাবি করছে রেল। হাওড়া থেকে মুম্বই যেতে গেলে, মাঝে পড়বে নাগপুর, ওয়ারধা জংশন ইত্যাদি।

Amrit Bharat Express: স্পিড ১৩০ কিমি প্রতি ঘণ্টায়, মাত্র ৮০০ টাকা ভাড়ার এই ট্রেন ছাড়বে হাওড়া থেকে
| Updated on: Apr 29, 2025 | 6:14 PM
Share

নয়া দিল্লি: বন্দে ভারতের পর আরও একটা চমক দিয়েছে রেল। অমৃত ভারত এক্সপ্রেস। একাধিক রুটে চালু হচ্ছে ট্রেন। কম খরচে, বেশি স্বাচ্ছন্দ্যে যাত্রা করা যাবে এই ট্রেনে। তালিকায় রয়েছে হাওড়াও। রাজ্যের এই স্টেশন থেকে ছাড়বে সেই অমৃত ভারত ট্রেন। মূলত নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের কথা মাথায় রেখেই ওই ট্রেন চালানো হচ্ছে রেলের তরফে।

হাওড়া থেকে মুম্বই যাবে একটি অমৃত ভারত এক্সপ্রেস। কম খরচে উচ্চমানের পরিষেবা পাওয়া যাবে বলেই দাবি করছে রেল। হাওড়া থেকে মুম্বই যেতে গেলে, মাঝে পড়বে নাগপুর, ওয়ারধা জংশন ইত্যাদি। হাওড়া থেকে ছত্রপতি শিবাজী স্টেশনে পৌঁছতে সময় লাগবে প্রায় ৩১ ঘণ্টা। দূরত্ব প্রায় ১৯৬৮ কিলোমিটার।

রেল সূত্রে জানা যাচ্ছে, হাওড়া থেকে মুম্বই যাওয়ার ওই ট্রেনটি সপ্তাহে দুবার চলবে। এই ট্রেনের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩০ কিলোমিটার। মোট ২৩টি স্টেশনে থামবে এই ট্রেন। স্টেশনগুলি হল- খড়্গপুর জংশন, টাটা নগর হাওড়া থেকে মুম্বই, চক্রধরপুর, রউরকেল্লা, ঝারসুগুড়া জংশন, রায়গড়, বিলাসপুর জংশন, রাইপুর জংশন, দুর্গ, রাজ নন্দগাঁও, গোন্দিলা জংশন, ভান্ডারা রোড, নাগপুর, ওয়ারধা জংশন, বদনেরা জংশন, আকোলা জংশন, শেগাও, মালকাপুর, ভুসাভাল জংশন, জলগাঁও জংশন, নাসিক রোড, কল্যাণ জংশন ও দাদর।

এই ট্রেনে থাকবে স্লিপার ও জেনারেল কোচ। হাওড়া থেকে মুম্বই যাওয়ার জন্য স্লিপার কোচের ভাড়া ধার্য করা হচ্ছে ৮০০ টাকা।

এই ট্রেন হাওড়া থেকে ছাড়বে সকাল ৬টায়। মুম্বই পৌঁছবে পরের দিন দুপুর ৩টেয়। আবার মুম্বই থেকে বিকেল ৪টেয় ছেড়ে পরের দিন রাত ১১ টায় পৌঁছবে হাওড়ায়।