এবার বাড়িতে নিজেই করে ফেলতে পারবেন করোনা পরীক্ষা! বাজারেই মিলছে স্পেশ্যাল ‘কিট’, কীভাবে করবেন, জেনে নিন
বাড়িতেই করানো যাবে করোনা টেস্ট। এমনই একটি র্যাপিড অ্যান্টিজেন কিটে (RAT Kit) অনুমোদন দিয়েছে আইসিএমআর (ICMR)।
কলকাতা: বাড়িতেই করানো যাবে করোনা টেস্ট। এমনই একটি র্যাপিড অ্যান্টিজেন কিটে (RAT Kit) অনুমোদন দিয়েছে আইসিএমআর (ICMR)। সহজ পদ্ধতিতে হোম টেস্টিং কিটে অনুমোদন দিল আইসিএমআর। নেজাল সোয়াব নিয়েই করা যাবে এই পরীক্ষা। রিপোর্ট যদি পজিটিভ আসে, তাহলে আর আরটিপিআর টেস্ট করার প্রয়োজন নেই। তবে নির্বিচারে পরীক্ষা না করার পরামর্শ দিয়েছে আইসিএমআর।
ঘরে বসেই কীভাবে করবেন টেস্ট? জেনে নিন পদ্ধতি
র্যাপিড অ্যান্টিজেন কিট সংক্ষেপে RATএর মাধ্যমে এর ফলে এখন থেকে বাড়িতে বসেই করা যাবে করোনা পরীক্ষা।
এটি তৈরি করেছে পুণের সংস্থা মাইল্যাব ডিসকভারি সলিউশন লিমিটেড।
পরীক্ষা পদ্ধতি জানতে গুগলের প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে নামাতে হবে অ্যাপ।
এই অ্যাপেই বিস্তারিত লেখা থাকবে পরীক্ষা পদ্ধতি।
আইসিএমআর বলেছে, ‘মাই ল্যাব’ বলে অ্যাপটি মোবাইল কিংবা কম্পিউটারে ডাউনলোড করতে হবে। বাজারেই পাওয়া যাবে কিট। কিটের গায়ে কোড থাকবে। অ্যাপ ইনস্টোল করে খোলার সময়ে কোডটি দিতে হবে।
ডেটা চাইবে। এগুলো পূরণ করার পরই অ্যাপ বলে দেবে কী পদ্ধতি কোন পর্যায়ক্রমে পরীক্ষাটি করতে হবে।
স্ট্রিপে নেজাল সোয়াব ফেললে ব্লু অথবা রেড দাগ আসবে। তার ভিত্তিতেই বোঝা যাবে পজিটিভ অথবা নেগেটিভ।
পরীক্ষা শেষে অ্যাপের মাধ্যমে টেস্ট স্ট্রিপের ছবি তুলতে হবে।
সেই ছবি সরাসরি পৌঁছে যাবে আইসিএমআর-এর ডেটাব্যাঙ্কে।
RAT টেস্ট রিপোর্ট নেগেটিভ এলে করতে হবে RT-PCR টেস্ট। রিপোর্ট পজিটিভ এলে আর টেস্ট করার প্রয়োজন নেই।