AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IECC Complex: জি-২০ প্রতিনিধিদের স্বাগত জানাতে প্রস্তুত প্রগতি ময়দানের আইসিসি কমপ্লেক্স, দেখুন ভিডিয়ো

IECC Complex: কেবল আয়তন নয়, অভ্যন্তরীণ কারুকাজ থেকে সৌন্দার্যায়নের দিক থেকেও বিশ্বের সেরা প্রদর্শনী ও কনভেনশন কমপ্লেক্সের সঙ্গে পাল্লা দিতে সক্ষম ITPO কমপ্লেক্স।

IECC Complex: জি-২০ প্রতিনিধিদের স্বাগত জানাতে প্রস্তুত প্রগতি ময়দানের আইসিসি কমপ্লেক্স, দেখুন ভিডিয়ো
নয়া দিল্লির আইসিসি কমপ্লেক্স।
| Edited By: | Updated on: Jul 24, 2023 | 6:25 PM
Share

নয়া দিল্লি: দিল্লিতে জি-২০ বৈঠকের (G-20 meeting) আর মাত্র একদিন বাকি। নয়া দিল্লির (New Delhi) প্রগতি ময়দানে ITPO কমপ্লেক্স তথা IECC (ইন্টিগ্রেটেড এক্সিবিশন-কাম-কনভেশন সেন্টার)-এ বসবে এই বৈঠক। তাই নতুন রূপে সেজে উঠেছে ITPO কমপ্লেক্স। বলা ভাল, দেশ ও বিদেশের অতিথিদের স্বাগত জানাতে সম্পূর্ণরূপে প্রস্তুত ITPO কমপ্লেক্স। জি-২০ লোগো সম্বলিত বোর্ড ইতিমধ্যে লাগানো হয়েছে কনফারেন্স সেন্টারের ভিতরে ও বাইরে। সবমিলিয়ে, জি-২০ প্রতিনিধিদের স্বাগত জানাতে প্রস্তুত ITPO কমপ্লেক্স। আগামী ২৬ জুন দিল্লিতে জি-২০ বৈঠকের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতেই উদ্বোধন হবে অত্যাধুনিক মানের এই কমপ্লেক্সের।

বৈঠক, সম্মেলন, প্রদর্শনীর জন্য দেশের বৃহত্তম কেন্দ্র হয়ে উঠেছে ১২৩ একর জমির উপর অবস্থিত প্রগতি ময়দানের ITPO কমপ্লেক্স। এই কমপ্লেক্সে একসঙ্গে ৭ হাজার দর্শক বসতে পারবেন। অর্থাৎ বিশ্বের অন্যতম বৃহত্তম সিডনির অপেরা হাউসের থেকেও বৃহত্তম এই কমপ্লেক্স। ফলে এখানে সহজেই আন্তর্জাতিক সম্মেলন, বড় বৈঠক ও বিশ্বমানের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব।

কেবল আয়তন নয়, অভ্যন্তরীণ কারুকাজ থেকে সৌন্দার্যায়নের দিক থেকেও বিশ্বের সেরা প্রদর্শনী ও কনভেনশন কমপ্লেক্সের সঙ্গে পাল্লা দিতে সক্ষম ITPO কমপ্লেক্স। ফোয়ারা, ঝরনা দিয়ে যেমন কমপ্লেক্সের বাইরের অংশ সাজানো, তেমন ভিতরের সৌন্দর্যায়নও চোখধাঁধানো। অসাধারণ বৈশিষ্ট্য রয়েছে এই কমপ্লেক্সে। বিশাল লন, সিঁড়ি, প্রদর্শনী হল যেমন রয়েছে, তেমনই বিশালাকার কনফারেন্স হল, অ্যাম্ফিথিয়েটার রয়েছে। বলা যায়, ৩টি পিভিআর থিয়েটারের আকারের সমান এটি। এখানে একসঙ্গে ৩ হাজার মানুষ বসতে পারবেন। সাংস্কৃতিক, বিনোদনমূলক অনুষ্ঠান করা যাবে এখানে। আবার কমপ্লেক্সের ভিতর অতিথিদের জন্য ওয়েটিং রুম, কাচের দেওয়ালে ঘেরা সোফা-চেয়ার-টেবিল সাজানো বসার ঘর সহ ঝাঁ-চকচকে ব্যবস্থা রয়েছে। আবার কমপ্লেক্সের ভিতর সিলিং থেকে দেওয়াল বিশেষ কারুকাজ-সম্পন্ন। সিলিংয়ের ঝারবাতি দেখলে তো চোখ ধাঁধিয়ে যাবে। এছাড়া বিভিন্ন তলে ওঠা-নামার জন্য রয়েছে চলন্ত সিঁড়িও।

অতিথিদের যাতায়াত বা গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে যাতে অসুবিধা না হয়, সেজন্য গাড়ি পার্কিংয়ের বিশাল ব্যবস্থা করা হয়েছে। একসঙ্গে সাড়ে ৫ হাজার গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে।