Road Accident: রাস্তার পারাপারের সময় গাড়ির ধাক্কায় মৃত IIT-র পিএইচডি ছাত্র

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jan 18, 2023 | 1:30 PM

Road Accident: রাতের দিল্লিতে ফের পথ দুর্ঘটনা। রাতের রাস্তায় পারাপারের সময় গাড়ির ধাক্কায় মৃত যুবক।

Road Accident: রাস্তার পারাপারের সময় গাড়ির ধাক্কায় মৃত IIT-র পিএইচডি ছাত্র
প্রতীকী ছবি

Follow Us

নয়া দিল্লি: বর্ষবরণের রাতে ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থেকেছিল দিল্লি (Delhi)। এবার আরও একটা পথ দুর্ঘটনা রাতের রাজধানীতে। মঙ্গলবার রাতে দক্ষিণ দিল্লিতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (Indian Institiute of Technology)-র সামনে একটি গাড়ি ধাক্কা মারে দুই যুবতীকে। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম আশরাফ নাওয়াজ খান এবং আহত হয়েছেন অঙ্কুর শুক্লা। তাঁরা দু’জনেই দক্ষিণ দিল্লির আইআইটি থেকে গবেষণা করছেন। গতকাল প্রতিষ্ঠানে কিছু কাজ সেড়ে বাড়ি ফিরছিলেন দু’জন। তার আগে আইআইটি-র পাশে এসডিএ মার্কেটে রাতের খাবার খান তাঁরা। তারপর বাড়ির উদ্দেশে রাস্তা পারাপার করছিলেন তাঁরা। সেই সময় একটি গাড়ি খুব দ্রুত গতিতে ধেয়ে তাঁদের দিকে ধেয়ে আসে। প্রত্যক্ষদর্শীরা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে সাকেটে একটি হাসপাতালে নিয়ে যান।

সেখানে হাসাপাতালের ডাক্তাররা আশরাফকে মৃত বলে ঘোষণা করেন। অঙ্কুর সেই হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে দুর্ঘটনার পর গাড়ি সেখানেই ছেড়ে পালিয়েছে তার চালক। চালক কে ছিল তা চিহ্নিত করা হয়েছে। চালকের খোঁজে পুলিশের তল্লাশি জারি রয়েছে। প্রসঙ্গত, বর্ষবরণের রাতে পশ্চিম দিল্লিতে একটি পথ দুর্ঘটনা গোটা দিল্লিকে কাঁপিয়ে দিয়েছিল। রাত দুটো নাগাদ একটি স্কুটারে করে দুই যুবতী যাচ্ছিলেন। সেই সময় একটি এসইউভি স্কুটারে গিয়ে ধাক্কা মারে। সেই স্কুটারের চালক যুবতী পড়ে যাওয়ার পর গাড়ির নীচে তাঁর দেহ আটকে যায়। সেই আটকে থাকা অবস্থাতেই তাঁকে ১০ থেকে ১২ কিলোমিটার দেহ ঘষটে নিয়ে যাওয়া হয়। শেষে যখন গাড়ি থামে তখন যুবতীর নগ্ন দেহ উদ্ধার হয়। এই ঘটনায় তদন্ত জারি রয়েছে। সেই এসইউভি-র যাত্রীদের শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। আবারও দিল্লির রাস্তায় দুর্ঘটনা। এবার মৃত এক পিএইচডি ছাত্রের।

Next Article