‘অত নিয়ে কী করবেন উদ্ধব?’ মহারাষ্ট্রেও আসন নিয়ে ঘোট ‘I.N.D.I.A’ জোটে

Dec 28, 2023 | 5:35 PM

India Alliance Maharashtra: বাংলার পর, এই গুরূত্বপূর্ণ বিষয় নিয়ে ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে ঘোট পাকল মহারাষ্ট্রেও। লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রের প্রায় অর্ধেক আসন দাবি করল শিবসেনা। এত আসনে তারা প্রার্থীই দিতে পারবেন না বলে দাবি কংগ্রেসের।

অত নিয়ে কী করবেন উদ্ধব? মহারাষ্ট্রেও আসন নিয়ে ঘোট I.N.D.I.A জোটে
আসন ভাগাভাগি নিয়ে সমস্যায় রাহুল, শরদ, উদ্ধবরা
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: আসন ভাগাভাগি নিয়ে আলোচনা শুরু হতেই মতানৈক্যও শুরু হয়েছে ইন্ডিয়া জোটে। বাংলায় সিপিআইএম স্পষ্ট জানিয়ে দিয়েছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে একটিও আসন ভাগাভাগিতে রাজি নয় তারা। অন্যদিকে, কংগ্রেস-তৃণমূল আসন ভাগাভাগি নিয়েও, দুই দলের রাজ্য স্তরের নেতারা একে অপরের বিরুদ্ধে তোপ দাগছেন। বাংলার পর, এই গুরূত্বপূর্ণ বিষয় নিয়ে ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে ঘোট পাকল মহারাষ্ট্রেও। লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রের ২৩টি আসনে প্রার্থী দিতে চাইল শিবসেনা (উদ্ধব)। কিন্তু, তাদের সেই দাবি মানল না কংগ্রেস। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর), লোকসভা নির্বাচনের আসন ভাগাভাগি নিয়ে আলোচনায় বসেছিল ‘মহারাষ্ট্র বিকাশ আগারি’ জোটের তিন শরিক – শিবসেনা (উদ্ধব), কংগ্রেস এবং এনসিপি। উদ্ধব ঠাকরের দলের দাবির বিষয়ে কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম জানিয়েছেন, দলে ভাঙনের পর উদ্ধবের হাতে পর্যাপ্ত প্রার্থীই নেই। তাই এই দাবি মানা সম্ভব নয়।

সর্বশেষ বিধানসভা নির্বাচনের পর, এই জোট গঠন করেছিল তিন দল। সেই সময় বিধায়ক সংখ্যার জোরে সবথেকে শক্তিশালী ছিল উদ্ধব ছাকরের শিবসেনা। কিন্তু, তারপর আরব সাগর দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। তাদের সাংসদদের অধিকাংশও এখন একনাথ শিন্ডে গোষ্ঠীতে রয়েছে। ভাঙন ধরেছে শরদ পওয়ারের এনসিপি-তেও। এই অবস্থায়, এদিনের বৈঠকে কংগ্রেস নেতারা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, জোটের মধ্যে স্থিতিশীল অবস্থায় একমাত্র রয়েছে কংগ্রেসই। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা মহারাষ্ট্রের বিশিষ্ট কংগ্রেস নেতা অশোক চভন বলেছেন, “শরিক দলগুলির মধ্যে সামঞ্জস্য থাকা প্রয়োজন। প্রতিটি দলই বেশি আসনে প্রার্থী দিতে চায়। বর্তমান পরিস্থিতিতে শিবসেনার ২৩টি আসনের দাবি করা বাড়াবাড়ি।”

কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপমও বলেছেন, “জোটের নেতাদের আসন ভাগাভাগি নিয়ে সংঘাত এড়ানো উচিত। শিবসেনা ২৩টি আসন দাবি করতেই পারে। কিন্তু তারা অতগুলি আসন নিয়ে কী করবে? শিবসেনার অধিকাংশ নেতারা উদ্ধব ঠাকরে শিবির ছেড়ে চলে গিয়েছেন। ফলে তাদের দলে সংকট তৈরি হয়েছে। বর্তমানে, প্রার্থীর অভাব শিবসেনার বড় সমস্যা।” শিবসেনা ২৩টি আসনে প্রার্থী দিতে চেয়েছে, তা জানালেও, কংগ্রেস এবং এনসিপি কতগুলি আসনে লড়তে চায়, সেই সম্পর্কে জোটের নেতারা কিছু বলেননি। গত সপ্তাহে, সঞ্জয় রাউত, উদ্ধব ঠাকরে এবং আদিত্য ঠাকরেরা বৈঠক করেছিলেন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, বিশিষ্ট নেতা সনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং এআইসিসি সাধারণ সম্পাদক কেসি বেনুগোপালের সঙ্গে। তারপর শোন গিয়েছিল মহারাষ্ট্রে সর্বোচ্চ আসনে প্রার্থী দেবে কংগ্রেসই। ২০টি আসনে প্রার্থী দিতে পারে তারা।

মহারাষ্ট্রে লোকসভা আসন রয়েছে ৪৮টি। ২০১৯ সালে, বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ জোটের অংশ ছিল অবিভক্ত শিবসেনা। ২৩টি আসন জিতেছিল বিজেপি। ১৮টি শিবসেনা। এনসিপি জিতেছিল ৪টি আসনে আর কংগ্রেস ১টিতে। তবে, এখন উদ্ধব ঠাকরের দল ভেঙে বেরিয়ে গিয়েছেন অধিকাংশ সাংসদ। এই অবস্থায় শেষ পর্যন্ত উদ্ধব ঠাকরেকে কয়টি আসন ছাড়তে রাজি হয় কংগ্রেস, সেটাই এখন দেখার।

Next Article