
নয়া দিল্লি: ইন্ডিয়া জোটকে আরও একবার অক্সিজেন জোগানোর চেষ্টা। বিরোধী জোটের সদস্যদের নিজের বাসভবনে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। নৈশভোজ বৈঠকে থাকবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
লোকসভা নির্বাচনের আগে যেমন মজবুত ছিল ইন্ডিয়া জোট, ভোট মিটতেই তা খানখান হয়ে যায়। চলতি বাদল অধিবেশনের আগেই কংগ্রেস নিজে উদ্যোগ নিয়ে আবার একজোট করে বিরোধীদের। এবার সেই জোটকে আরও মজবুত করতেই ইন্ডিয়া জোটের সদস্যদের নৈশভোজে আমন্ত্রণ জানালেন রাহুল গান্ধী। শোনা যাচ্ছে, এই নৈশভোজে থাকতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
আজ রাহুল গান্ধীর বাসভবনে ইন্ডিয়া ব্লকের নৈশভোজ বৈঠক হবে। এই বৈঠকের মূল এজেন্ডা হল আগামী ১১ অগস্ট নির্বাচন কমিশন অভিযানের রূপরেখা নিয়ে আলোচনা। পাশাপাশি সংসদে এসআইআর (SIR) নিয়ে বিরোধীদের ফ্লোর কোঅর্ডিনেশনের বিষয়ও উঠে আসবে আলোচনায়। SIR নিয়ে বাংলা-সহ দেশব্যাপী কোন কর্মসূচিতে জনমত গড়ার দিকে এগোবে বিরোধীরা, তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
রাহুলের আয়োজিত এই নৈশভোজ বৈঠকের অন্যতম আরেক এজেন্ডা হতে চলেছে উপরাষ্ট্রপতি নির্বাচন। জগদীপ ধনখড়ের ইস্তফার পর উপরাষ্ট্রপতি নির্বাচনের ঘোষণা করা হয়েছে। বিরোধী জোটের প্রার্থী কে হবেন? তা নিয়ে তুঙ্গে জল্পনা।
বিহার ভোটের আগে রাহুল গান্ধীকে সামনে রেখে বিরোধী ঐক্যের চলচিত্র তুলে ধরার কৌশল কংগ্রেসের।