AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India Pakistan Tensions: খতম শতাধিক, কীভাবে বাছাই করে জঙ্গি মারল ভারত? প্রকাশ্যে ছবি

Indian Army Press Conference: তাঁর সংযোজন, 'পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ৪টি জায়গা ও পাকিস্তানের ৫টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়। এই প্রত্যাঘাতের মূল টার্গেটই ছিল মুদাস্সীরের মতো জঙ্গিরা।'

India Pakistan Tensions: খতম শতাধিক, কীভাবে বাছাই করে জঙ্গি মারল ভারত? প্রকাশ্যে ছবি
সাংবাদিক বৈঠকে DGMO রাজীব ঘাইImage Credit: নিজস্ব চিত্র
| Updated on: May 11, 2025 | 7:11 PM
Share

নয়াদিল্লি: কোন পথে সিঁদুর, কতটা বদলা নিয়েছে ভারত, মেরেছে কত জঙ্গি? ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান নিয়ে সাংবাদিক বৈঠকে বসলেন দেশের DGMO রাজীব ঘাই। পাকিস্তানের কোথায় কোথায় হামলা হয়েছে, মানচিত্র ধরে দেখিয়ে দিলেন তিনি। জানালেন, এই অভিযান শুধুমাত্র জঙ্গিদের শাস্তি দেওয়ার জন্যই ছিল।

তাঁর কথায়, ‘অপারেশন সিঁদুর সামগ্রিক ক্ষয়ক্ষতিকে এড়িয়ে শুধুমাত্র জঙ্গিদেরই শেষ করেছে। এই গোটা অভিযানে মোট ৯টি এলাকায় হামলা চালিয়েছে ভারতীয় সেনা। যার মধ্য়ে অন্যতম মুরিদকে। কয়েক দশক ধরে এই এলাকা থেকে হাজার হাজার জঙ্গি তৈরি করেছে লস্কর-ই-তৈবা। এমনকি, আজমল কাসব ও ডেভিড হেডলিরাও এই ঘাঁটিতেই প্রশিক্ষণ নিয়েছিল।’

হামলার ছবি

তাঁর সংযোজন, ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ৪টি জায়গা ও পাকিস্তানের ৫টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়। এই প্রত্যাঘাতের মূল টার্গেটই ছিল মুদাস্সীরের মতো জঙ্গিরা। এছাড়াও খতম করা হয়েছে ১০০-এরও বেশি জঙ্গিকে।’

এই বৈঠকে উপস্থিত ছিলেন ডিরেক্টর জেনারেল অব এয়ার অপারেশন, এ কে ভারতী। এদিন অপারেশন সিঁদুরের মাধ্যমে চলা প্রত্যাঘাতের একাধিক ছবি ও ভিডিয়ো তুলে ধরেন তিনি। সেই ছবিগুলিতে দেখা যায়, কীভাবে জঙ্গি ঘাঁটিগুলিকে একেবারে গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। পাশাপাশি, প্রত্যাঘাতে লাহোর ও গুজরানওয়ালায় পাক রেডার নষ্ট করে দিয়েছে ভারত, বৈঠকে দাবি ভারতীয় বায়ুসেনার এয়ার মার্শালের। তাঁর আরও দাবি, ‘যদিও আমরা শুধুই জঙ্গিদের টার্গেট করেছিলাম। কিন্তু তারপরেও আমাদের উপর পাকিস্তানি সেনার দ্বারা হামলা চালানো হয়েছে। যার জেরে বাধ্য হয়েই সেদেশের সেনার বিরুদ্ধে প্রত্যাঘাত করতে হয়েছে আমাদের।’

এই গোটা অপারেশনে নৌসেনার ভূমিকাও কিন্তু কম নয়। এদিনের বৈঠক থেকে ডিরেক্টর জেনারেল অব নভাল অপারেশন এ এন প্রমোদ বলেন, ‘প্রতি মুহূর্তেই আমরা তৈরি ছিলাম। পহেলগাঁওয়ের ঘটনার পর পরই আরব সাগরে একাধিক যুদ্ধতরী নামিয়ে দেওয়া হয় নৌসেনা তরফে। এমনকি, এই সময়কালে আমরা আমাদের প্রস্তুতি দেখাতে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ে দিয়েছিলাম। পাশাপাশি, করাচিতেও হামলার জন্য সম্পূর্ণ তৈরি ছিল ভারতীয় নৌসেনা।’