AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

INDIA Bloc: শীতকালীন অধিবেশন শুরুর প্রাক্কালে বৈঠকে বসবেন ‘ইন্ডিয়া’ জোটের সংসদীয় নেতৃবৃন্দ, এজেন্ডা কী?

INDIA: ৩ রাজ্যের ভোটে চরম বিপর্যয়ের পর 'ইন্ডিয়া' জোটের এখন 'পাখির চোখ' ২৪-এর লোকসভা নির্বাচন। তাই সংসদের শীতকালীন অধিবেশন থেকেই কেন্দ্রের বিরুদ্ধে কোমর বাঁধতে চলেছে বিরোধী জোট। সোমবার শীতকালীন অধিবেশন শুরুর প্রাক্কালে বৈঠকে বসতে চলেছেন 'ইন্ডিয়া' জোটের সংসদীয় নেতারা।

INDIA Bloc: শীতকালীন অধিবেশন শুরুর প্রাক্কালে বৈঠকে বসবেন 'ইন্ডিয়া' জোটের সংসদীয় নেতৃবৃন্দ, এজেন্ডা কী?
ফাইল ছবি।
| Edited By: | Updated on: Dec 03, 2023 | 5:56 PM
Share

নয়া দিল্লি: আজ, রবিবার মিজোরাম বাদে ৪ রাজ্যেরই বিধানসভা ভোটের ফল প্রকাশিত হয়েছে। ভোট গণনা শুরুর কয়েক ঘণ্টা পরই ফলাফল একপ্রকার স্পষ্ট হয়ে যায়। ৪ রাজ্যের মধ্যে ৩ রাজ্যে দলের বিপর্যয় স্পষ্ট হওয়ার পরই ২০২৪ লোকসভা নির্বাচনকে ‘পাখির চোখ’ করে তড়িঘড়ি ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকের ডাক দেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। এবার সংসদেও কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হতে প্রস্তুতি নিতে চলেছে বিরোধী জোট। আগামিকাল, সোমবার শীতকালীন অধিবেশন শুরুর প্রাক্কালে বৈঠকে বসতে চলেছেন ‘ইন্ডিয়া’ জোটের সংসদীয় নেতারা।

সোমবার থেকেই বসতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন। তার আগে সোমবার সকাল ১০টা নাগাদ সংসদেই বৈঠকে বসবেন ‘ইন্ডিয়া’ জোটের সংসদীয় নেতৃবৃন্দ। মূলত, ২৪-এর ভোটকে ‘পাখির চোখ’ করে শীতকালীন অধিবেশনে কী-কী ইস্যু নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হবেন, তার রূপরেখা করতেই অধিবেশন শুরুর আগে বৈঠকে বসতে চলেছেন ‘ইন্ডিয়া’ জোটের নেতৃবৃন্দ। এছাড়া তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এথিক্স কমিটির রিপোর্ট আগামিকালই সংসদে পেশ করা হতে পারে। সেই বিষয়টি নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে আওয়াজ তুলতে ইন্ডিয়া জোটের শরিকরা একজোট হতে চলেছেন বলে সূত্রের খবর। সবমিলিয়ে বলা যায়, ৩ রাজ্যের ভোটে চরম বিপর্যয়ের পর ‘ইন্ডিয়া’ জোটের এখন ‘পাখির চোখ’ ২৪-এর লোকসভা নির্বাচন। তাই সংসদের শীতকালীন অধিবেশন থেকেই কেন্দ্রের বিরুদ্ধে কোমর বাঁধতে চলেছে বিরোধী জোট।

প্রসঙ্গত, আগামী ৬ ডিসেম্বর, মঙ্গলবার ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক ডেকেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। পটনা, বেঙ্গালুরু, মুম্বইয়ের পর এবার নয়া দিল্লিতে নিজের বাসভবনে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকের ডাক দিয়েছেন তিনি।