Manipur: ত্রাণ শিবির পরিদর্শন করে নির্যাতিতদের সবরকম সাহায্যের আশ্বাস ‘ইন্ডিয়া’-র প্রতিনিধিদের

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jul 29, 2023 | 6:02 PM

INDIA delegates in Manipur: মণিপুর পরিদর্শনে 'ইন্ডিয়া' জোটের প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন, কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী, গৌরব গগৈ, তৃণমূলের সুস্মিতা দেব, ডিএমকে-র কানিমোঝি, আরজেডি-র মনোজ কুমার ঝা, জেডি(ইউ) প্রধান রাজীব রঞ্জন (লালন) সিং-সহ অন্যরা।

Manipur: ত্রাণ শিবির পরিদর্শন করে নির্যাতিতদের সবরকম সাহায্যের আশ্বাস ইন্ডিয়া-র প্রতিনিধিদের
কুকি সম্প্রদায়ের সঙ্গে তৃণমূল সাংসদ সুস্মিতা দেব।
Image Credit source: PTI

Follow Us

ইম্ফল: বিগত তিন মাস ধরে জ্বলছে মণিপুর (Manipur)। পরিস্থিতি খতিয়ে দেখতে অবশেষে মণিপুরে পৌঁছলেন ‘ইন্ডিয়া’ জোটের ২১ সদস্যের দল (INDIA delegates)। শনিবার বিকালে রাজধানী ইম্ফলে পৌঁছন তাঁরা। বিমানবন্দর থেকেই কপ্টারে করে সরাসরি অশান্ত চূরাচন্দ্রপুর পৌঁছে যান তাঁরা। সেখানে নির্যাতিতা-সহ কুকি সম্প্রদায়ের নেতা ও মহিলা গোষ্ঠীর সদস্যদের সঙ্গে দেখা করে কথা বলেন ‘ইন্ডিয়া’ জোটের প্রতিনিধিরা। চূরাচন্দ্রপুরে (Churachandpur) ত্রাণ শিবিরও পরিদর্শন করেন বিরোধী জোটের নেতারা। মণিপুরের পরিস্থিতির শীঘ্রই বদল ঘটবে বলে দুর্গত-নির্যাতিতাদের আশ্বাসও দিয়েছেন তাঁরা।

মণিপুর পরিদর্শনে ‘ইন্ডিয়া’ জোটের প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন, কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী, গৌরব গগৈ, তৃণমূলের সুস্মিতা দেব, ডিএমকে-র কানিমোঝি, আরজেডি-র মনোজ কুমার ঝা, জেডি(ইউ) প্রধান রাজীব রঞ্জন (লালন) সিং-সহ অন্যরা। চূরাচন্দ্রপুরে ত্রাণ শিবির পরিদর্শনের পর কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী কেন্দ্র ও মণিপুর সরকারকে আক্রমণ করে বলেন, “তাঁদের (দুর্গতদের) মুখ থেকেই স্পষ্ট যে, তাঁরা কতটা আতঙ্কিত রয়েছেন। তাঁরা কারও সঙ্গে কথা বলতে চাইছেন না। তাঁরা জানেন যে, সরকার কোনও সাহায্য করবে না।” অবিলম্বে অশান্তির শেষ হওয়া জরুরি বলেও দাবি জানিয়েছেন তিনি। তবে ইন্ডিয়া জোটের তরফে দুর্গতদের সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন আরজেডি সাংসদ মনোজ কুমার ঝা।

আবার চূরাচন্দ্রপুরে ত্রাণ শিবির পরিদর্শনের পর কেন্দ্রকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেন, “এখানে এসে দুর্গতদের সঙ্গে দেখা করা আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল। তবে দুঃখের বিষয় যে, ভারত সরকারের এখানে প্রতিনিধি পাঠানো উচিত ছিল, কিন্তু বিরোধী দলগুলি প্রতিনিধি পাঠিয়েছে।” কুকি সম্প্রদায়ের স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন এবং তাঁদের সমস্যা-অভিযোগের কথা শোনেন বিরোধী জোটের প্রতিনিধিরা।

যদিও বিরোধী-জোটের প্রতিনিধিদের মণিপুর সফর নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। মণিপুর বিজেপির সাধারণ সম্পাদক তরুণ ছাউ বলেন, “এটা শুধুমাত্র দেখানোর জন্য করছে। নরেন্দ্র মোদীর সরকার মণিপুরের জনগণের ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা করছে, আর বিরোধীরা নাটক করছেন।” ‘ইন্ডিয়া’-র প্রতিনিধিদের দু-দিনের মণিপুর সফর ‘রাজনৈতিক ট্যুরিজম’ বলে কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। বিষয়টি নিয়ে তাঁদের সংসদে আলোচনা করা উচিত বলে জানিয়েছেন তিনি।

Next Article