AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India’s Daily COVID-19 Cases: সপ্তাহ শেষে মিলছে স্বস্তি, আরও কিছুটা সংক্রমণ কমে একদিনে আক্রান্ত ৩ লক্ষ ৩৩ হাজার

India's Daily COVID-19 Cases: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৩৩ হাজার জন, যা গতকালের আক্রান্তের সংখ্যার তুলনায় ২.৭ শতাংশ কম।

India's Daily COVID-19 Cases: সপ্তাহ শেষে মিলছে স্বস্তি, আরও কিছুটা সংক্রমণ কমে একদিনে আক্রান্ত ৩ লক্ষ ৩৩ হাজার
ছবি:PTI
| Edited By: | Updated on: Jan 23, 2022 | 11:25 AM
Share

নয়া দিল্লি: মাসের শুরুতে যতটা উদ্বেগ বাড়িয়েছিল উর্ধ্বমুখী করোনা সংক্রমণ(COVID-19), মাসের শেষভাগে প্রবেশ করে তা ধীরে ধীরে ফের কমতে শুরু করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৩৩ হাজার জন, যা গতকালের আক্রান্তের সংখ্যার তুলনায় ২.৭ শতাংশ কম। তবে সংক্রমণের হার (Positivity Rate) ফের কিছুটা বৃদ্ধি পেয়েছে। গতকালের হার ১৭.২২ শতাংশের তুলনায় আজ তা ১৭.৭৮ শতাংশে বেড়ে দাড়িয়েছে।

৫০০-র গণ্ডি পার করল মৃত্যু সংখ্যা:

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৩৩ হাজার ৫৩৩ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৯২ লক্ষে। অন্যদিকে, দেশে একদিনেই মৃত্যু হয়েছে ৫২৫ জনের। এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লক্ষ ৮৯ হাজার ৪০৯ -এ।

উর্ধ্বমুখী সংক্রিয় রোগীর সংখ্যা:

দেশে প্রতিদিনই করোনা সংক্রমণ বাড়ার কারণে ক্রমশ বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও। গত একদিনেই সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ৭৩ হাজার ৮৪০। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ২১ লক্ষ ৮৭ হাজার ২০৫। দেশের মোট আক্রান্তের সংখ্যার মধ্যে ৫.৫৭ শতাংশই সক্রিয় রোগী। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৫৯ হাজার ১৬৮ জন।

সামান্য বাড়ল সংক্রমণের হার:

শনিবার যেখানে দেশের সংক্রমণের হার ছিল ১৭.২২ শতাংশ, সেখানেই রবিবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৭.৭৮ শতাংশে। বর্তমানে সাপ্তাহিক সংক্রমণের হার ১৬.৮৭ শতাংশ।

রাজ্য ভিত্তিক সংক্রমণের ওঠানামা:

সংক্রমণের তালিকায় এখনও শীর্ষেই রয়েছে মহারাষ্ট্র। সেখানে গত ২৪ ঘণ্টাতেই নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৩৯৩ জন। এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৪ লক্ষ ৬৬ হাজারের। একদিনে মহারাষ্ট্রে করোনায় মৃত্যু হয়েছে ৪৮ জনের। ৪১৬ জন ওমিক্রন আক্রান্তেরও খোঁজ মিলেছে গত ২৪ ঘণ্টায়।

অন্যদিকে, দিল্লিতে একদিনে করোনা সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৪৮৬ জন। মৃত্যু হয়েছে ৪৫ জনের, যা গত বছরের ৫ জুনের পর সর্বোচ্চ মৃতের সংখ্যা।

নির্বাচনমুখী উত্তর প্রদেশেও গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন, মৃত্যু হয়েছে ১৬ জনের। সংক্রমণ রুখতে রাজ্য সরকারের তরফে আগামী ৩০ জানুয়ারি অবধি সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দক্ষিণী রাজ্য কেরলেও দ্রুতগতিতে বাড়ছে সংক্রমণ। সেখানে একদিনেই করোনা আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ১৩৬ জন। এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ লক্ষ ৭৪ হাজার ৭০২। প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুতেও একদিনেই করোনা আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৭৪৪ জন। কর্নাটকে একদিনেই করোনা আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৪৭০ জন। গুজরাটে দৈনিক সংক্রমণ ২৩ হাজারের গণ্ডি পার করেছে।