India-Sri Lanka Ferry Services: ‘ভারত ও শ্রীলঙ্কার বন্ধনের নতুন অধ্যায়’, ফেরি সার্ভিসের সূচনা করে বার্তা মোদীর
Ferry Services: এদিন ‘চেরিয়াপানি’ নামের একটি নৌকার মাধ্যমে নাগাপট্টিনম-জাফনা ফেরি পরিষেবা শুরু হল। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া-র এই নৌকাটিতে ১৫০ জন যাত্রী ধারণ ক্ষমতা রয়েছে। এই নৌকায় তামিলনাড়ুর নাগাপট্টিনম থেকে শ্রীলঙ্কার জাফনা পৌঁছতে সময় লাগবে প্রায় সাড়ে ৩ ঘণ্টা।

নয়া দিল্লি: নবরাত্রির প্রাক্কালে, মহালয়ার দিন পর্যটকদের বড় উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। চালু হল ভারত-শ্রীলঙ্কা (India-Sri Lanka) ফেরি সার্ভিস (Ferry Services)। ফলে সহজেই শ্রীলঙ্কা থেকে ঘুরে আসতে পারবেন ভারতীয় পর্যটকেরা। পাশাপাশি দুই দেশের সর্বস্তরের মানুষের জন্য এটি একটি বড় ‘মাইলস্টোন’ হল। শনিবার, ভারত-শ্রীলঙ্কা ফেরি সার্ভিসের সূচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা হল। দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করার ক্ষেত্রে এটি দুই দেশের কাছেই গুরুত্বপূর্ণ মাইলস্টোন।”
এদিন তামিলনাড়ুর নাগাপট্টিনম থেকে শ্রীলঙ্কার কাঙ্কেসান্থুরাইয়ের জাফনার মধ্যে ফেরি পরিষেবা শুরু হল। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই পরিষেবার সূচনা করে প্রধানমন্ত্রী মোদীর বার্তা, “এই সংযোগ কেবল দুটি শহরকে কাছকাছি আনছে না, এটা আমাদের দেশ, আমাদের জনগণকেও কাছাকাছি আনছে এবং আমাদের হৃদয় সংযোগও গভীর হচ্ছে।”
নাগাপট্টিনম-জাফনা ফেরি পরিষেবা সমস্ত ঐতিহাসিক ও সাংস্কৃতিক সংযোগকে জীবন্ত করে তুলবে বলেও জানান প্রধানমন্ত্রী। ব্যবসা, পর্যটন এবং মানুষের সঙ্গে মানুষের সংযোগ বাড়ানোর ক্ষেত্রেও এই ফেরি পরিষেবা দুই দেশের যুবদের নতুন সুযোগ দেবে বলে জানান প্রধানমন্ত্রী মোদী।
এদিন নাগাপট্টিনম-জাফনা ফেরি পরিষেবার ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমেসিঙ্ঘে উপস্থিত ছিলেন। বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেন, “এই ফেরি পরিষেরা সত্যিকারের বড় পদক্ষেপ।” আগামী দিনে শ্রীলঙ্কার সঙ্গে গ্রিড সংযোগ, পাইপলাইন এবং অর্থনৈতিক করিডরের দিকে নজর দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, এদিন ‘চেরিয়াপানি’ নামের একটি নৌকার মাধ্যমে নাগাপট্টিনম-জাফনা ফেরি পরিষেবা শুরু হল। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া (SCI)-র এই নৌকাটিতে ১৫০ জন যাত্রী ধারণ ক্ষমতা রয়েছে। এই নৌকায় তামিলনাড়ুর নাগাপট্টিনম থেকে শ্রীলঙ্কার জাফনা পৌঁছতে সময় লাগবে প্রায় সাড়ে ৩ ঘণ্টা। প্রতিদিন দুই দেশের মধ্যে যাতায়াত করবে নৌকাটি।
