AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh: ‘ভারত সুসম্পর্ক চায়, কিন্তু…’, বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে কড়া বার্তা বিদেশমন্ত্রকের

Bangladesh: শুক্রবার বিকেল ৫টায় সাউথ ব্লকে তলব করা হয় বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশার নুরাল ইসলামকে। এরপর সাংবাদিক বৈঠকে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, "দুই দেশের পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখতে চায় ভারত। কিন্তু এটা খুব দুর্ভাগ্যজনক যে বাংলাদেশের কিছু আধিকারিক ভারতের সম্পর্কে নেতিবাচক মন্তব‍্য করে চলেছেন।"

Bangladesh: 'ভারত সুসম্পর্ক চায়, কিন্তু...', বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে কড়া বার্তা বিদেশমন্ত্রকের
বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল
| Edited By: | Updated on: Feb 07, 2025 | 9:22 PM
Share

নয়াদিল্লি: বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত। মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে একাধিকবার বার্তা দিয়েছে নয়াদিল্লি। তারপরও ভারতের বিরুদ্ধে নানা ইস্যুতে তোপ দেগে চলেছে বাংলাদেশ। এমনকি, শেখ হাসিনার বক্তব্য নিয়েও ভারতকে আক্রমণ করেছে। এই নিয়ে এবার বাংলাদেশকে কড়া বার্তা দিল নয়াদিল্লি। ইউনূস প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাইলেও ভারত যে বাংলাদেশের মন্তব্যকে ভালভাবে নিচ্ছে না, ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরাল ইসলামকে তলব করে নয়াদিল্লির অবস্থান স্পষ্ট করে দিল সাউথ ব্লক।

শুক্রবার বিকেল ৫টায় সাউথ ব্লকে তলব করা হয় বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশার নুরাল ইসলামকে। এরপর সাংবাদিক বৈঠকে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, “দুই দেশের পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখতে চায় ভারত। কিন্তু এটা খুব দুর্ভাগ্যজনক যে বাংলাদেশের কিছু আধিকারিক ভারতের সম্পর্কে নেতিবাচক মন্তব‍্য করে চলেছেন। এবং সে দেশের অভ‍্যন্তরীণ বিষয়ের জন‍্য ভারতকে দায়ী করছেন, যেটা অত‍্যন্ত দুর্ভাগ্যজনক।”

বাংলাদেশের প্রাক্তন প্রধামন্ত্রী শেখ হাসিনার মন্তব্য নিয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন, “শেখ হাসিনা যে মন্তব‍্য করছেন সেটা তাঁর ব্যক্তিগত বয়ান। ভারতের তাতে কোনও ভূমিকা নেই। ভারতের সঙ্গে তাঁর সম্পর্ক টেনে আনা দু’দেশের সম্পর্কে কোনও সাহায্য করবে না। ভারত যেমন দুই দেশের সুসম্পর্ক বজায় রাখতে উদ্যোগী, তেমনই একই পদক্ষেপ বাংলাদেশও করবে বলে ভারত আশা করে।”

এর আগে হাসিনার মন্তব্যের পর ঢাকায় ভারতের হাইকমিশনারকে তলব করে ইউনূস সরকার। সূত্রের খবর, ভারতে বসে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে মিথ্যা মন্তব্য পেশ করছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর উপরে রাশ টানা উচিত ভারত সরকারের। এমনই দাবি ইউনূস সরকারের। এবার ভারত বুঝিয়ে দিল, দুই দেশের সুসম্পর্ক ভারত বজায় রাখতে চাইলেও এমন মন্তব্য মেনে নেওয়া হবে না।