ভারতকে ৮ কোটি টিকা দেবে কোভ্যাক্স, ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস সাংবাদিক বৈঠকে জানিয়েছেন প্রেসিডেন্টের এই ঘোষণার কথা।

ভারতকে ৮ কোটি টিকা দেবে কোভ্যাক্স, ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Jun 10, 2021 | 1:32 PM

ওয়াশিংটন: ভারতে টিকা (COVID Vaccine) সঙ্কট। চাহিদা আছে জোগান নেই। দ্রুত টিকা উপলব্ধ করতে মরিয়া কেন্দ্র। এর মধ্যেই সুখবর দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, প্রেসিডেন্ট ঘোষণা করেছেন রাষ্ট্রসঙ্ঘের কোভ্যাক্সের মাধ্যমে ৮ কোটি ভ্যাকসিন বিনামূল্যে পাবে ভারত। তা ছাড়া এই প্রকল্পে দক্ষিণ পশ্চিম এশিয়া ও আফ্রিকার দেশগুলিকেও টিকা দেওয়ার কথা ভাবছে আমেরিকা।

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস সাংবাদিক বৈঠকে জানিয়েছেন প্রেসিডেন্টের এই ঘোষণার কথা। তবে প্রাইস এ বিষয়ে স্পষ্ট জানিয়েছেন, কবে টিকা ভারতে পৌঁছবে সে বিষয়ে ধারণা নেই তাঁর। হোয়াইট হাউসের পরিসংখ্য়ান অনুযায়ী, এ পর্যন্ত ১ কোটি ৯০ লক্ষ ভ্যাকসিন কোভ্যাক্সের মাধ্যমে বিভিন্ন দেশে পৌঁছেছে। ভারত করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত হওয়ার পর একের পর এক দেশ পাশে এসে দাঁড়িয়েছে।

আমেরিকাও করোনা যুদ্ধে ভারতের পাশে দাঁড়িয়ে একাধিক ঘোষণা করেছিল। অক্সিজেন কনসানট্রেটর থেকে শুরু করে টিকা তৈরির কাঁচামাল সব ভারতে পাঠিয়েছিল আমেরিকা। এ বারও টিকাকরণে ভারতের পাশে দাঁড়াতে চায় মার্কিন মুলুক। নেড প্রাইস জানিয়েছেন, বেসরকারি একাধিক ফার্মা কোম্পানির সঙ্গে তাঁদের যোগাযোগ আছে। ভারতে টিকা পৌঁছে দিতে মরিয়া তারা। তিনি বলেন, “আমরা জানি ভারতে করোনায় বিধ্বস্ত। করোনা যুদ্ধে ভারতের পাশে দাঁড়াতে দায়বদ্ধ আমরা।”

আরও পড়ুন: আগামী জুনেই পদ্মা সেতুতে ছুটবে গাড়ি, জোর কদমে চলছে কাজ