S Jaishankar: সন্ত্রাসবাদে মদত দিলে ভারত কী করতে পারে? পাকিস্তানকে বুঝিয়ে দিলেন জয়শঙ্কর
S Jaishankar: পরমাণু বোমার হুমকিতে ভারত পায় না। পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে একই কথা বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর স্পষ্ট বার্তা, দেশের স্বার্থে যা সিদ্ধান্ত নেওয়ার তা নেওয়া হয়েছে।

নয়াদিল্লি: পারমাণবিক হুমকির কাছে মাথা নত করবে না ভারত। সন্ত্রাসবাদের কড়া জবাব দেওয়া হবে। ফের পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সন্ত্রাসবাদে মদত দিলে কঠিন মূল্য চোকাতে হবে বলেও পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন তিনি।
গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করে জঙ্গিরা। বেছে বেছে পরিচয় জেনে গুলি চালানো হয়। এই জঙ্গি হামলার উদ্দেশ্যে নিয়ে গুজরাটের ভদোদরাতে একটি অনুষ্ঠানে বিদেশমন্ত্রী বলেন, “পহেলগাঁওয়ে জঙ্গি হামলার উদ্দেশ্য ছিল সেখানকার পর্যটন ব্যবসার ক্ষতি করা ও ধর্মীয় মতভেদ তৈরি করা।”
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ১৫ দিনের মাথায় ভারতীয় সেনা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় আঘাত হানে। গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক জঙ্গিঘাঁটি। ভারতীয় সেনার প্রত্যাঘাতে শতাধিক জঙ্গি নিকেশ হয়েছে। এই নিয়ে জয়শঙ্কর বলেন, “বর্বরোচিত হত্যার কড়া জবাব দেওয়ার দরকার ছিল। যেটা দেওয়া হয়েছে। জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে বাহাওয়ালপুর এবং মুরিদকেতে।” পাকিস্তানকে আক্রমণ করে তিনি বলেন, “যারা সন্ত্রাসবাদীদের মদত দেয়, লালন-পালন করে, তাদের কঠিন মূল্য চোকাতে হয়।”
ভারতের অপারেশন সিঁদুরের পর পাকিস্তান সেনা বিনা প্ররোচনায় সীমান্তে গোলাবর্ষণ করে। যোগ্য জবাব দেয় ভারতীয় সেনা। দুই দেশের মধ্যে সংঘাতের আবহ বাড়ে। এই পরিস্থিতিতে পাকিস্তান সেনার ডিজিএমও ফোন করেন ভারতীয় সেনার ডিজিএমও-কে। গত ১০ মে দুই দেশ সংঘর্ষবিরতিতে সম্মত হয়। ভারতের পাশাপাশি পাকিস্তানও পারমাণবিক শক্তিধর দেশ। কিন্তু, পারমাণবিক হুমকিতে ভারত ভয় পায় না বলে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বললেন, পারমাণবিক ব্ল্যাকমেলের কাছে মাথা ঝোঁকাবে না ভারত। দেশের স্বার্থে যা সিদ্ধান্ত নেওয়ার তা নেওয়া হয়েছে। এবং আগামিদিনেও নেওয়া হবে। কূটনীতিকরা বলছেন, সন্ত্রাসবাদে মদতদাতারা যে ছাড় পাবে না, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে সেই বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী।

