AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jammu Kashmir: উপত্যকায় বিরাট সাফল্য, ধ্বংস জঙ্গি ঘাঁটি, সেনার হাতে যা জিনিস এল, তাতে দিশেহারা জঙ্গিরা

Search Operation: জম্মু-কাশ্মীরের সুরানকোটের জঙ্গলে গোপন জঙ্গি ঘাঁটির হদিস পেতেই, তা ধ্বংস করেছে সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশ।

Jammu Kashmir: উপত্যকায় বিরাট সাফল্য, ধ্বংস জঙ্গি ঘাঁটি, সেনার হাতে যা জিনিস এল, তাতে দিশেহারা জঙ্গিরা
উদ্ধার হওয়া বিস্ফোরক।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: May 05, 2025 | 10:23 AM
Share

শ্রীনগর: উপত্যকায় বিরাট সাফল্য যৌথ বাহিনীর। ভারতীয় সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশ যৌথ অভিযান চালিয়ে ধ্বংস করল জঙ্গিদের ঘাঁটি। গুঁড়িয়ে দেওয়া হল সবকিছু। ওই ঘাঁটি থেকে উদ্ধার হয়েছে জঙ্গিদের ব্যবহৃত অনেক গুরুত্বপূর্ণ জিনিসও। যে কোনও মুহূর্তেই শুরু হতে পারে গুলির লড়াই।

পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকেই উপত্য়কায় চলছে অভিযান। জঙ্গিদের খোঁজে চিরুণি তল্লাশি চলছে। এরইমধ্যে জঙ্গলে মিলল জঙ্গিঘাঁটির খোঁজ। জম্মু-কাশ্মীরের সুরানকোটের জঙ্গলে গোপন জঙ্গি ঘাঁটির হদিস পেতেই, তা ধ্বংস করেছে সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশ।

ওই যৌথ অভিযানে ঘাঁটি থেকে ৫টি আইইডি উদ্ধার করা হয়েছে।  বাজেয়াপ্ত করা হয়েছে যোগাযোগের ডিভাইস এবং অন্যান্য গ্যাজেটসও। যৌথ বাহিনী মনে করছে, এই ঘাঁটিতে লুকিয়ে ছিল জঙ্গিরা। সেনার উপস্থিতি টের পেতেই ঘাঁটি ছেড়ে জঙ্গলে আশ্রয় নিয়েছে। তাদের খোঁজে তল্লাশি চলছে। যে কোনও মুহূর্তেই এনকাউন্টারও শুরু হতে পারে।

সুরানকোটে আরও জঙ্গি ঘাঁটি ও শিবির রয়েছে বলেই অনুমান যৌথ বাহিনীর। অভিযান এখনও চলছে। কমিউনিকেশন ডিভাইসগুলি হাতে আসায় জঙ্গিরা বেশ বিপাকে পড়বে, কারণ এই ডিভাইসগুলি দিয়েই ভারতে বসে পাকিস্তানের জঙ্গি লঞ্চ প্য়াডের সঙ্গে যোগাযোগ রাখত সন্ত্রাসীরা, উপত্যকায় জঙ্গি কার্যকলাপ চালাত।

এই জঙ্গি শিবির বা লঞ্চ প্যাডটিকে ট্রাক করেই বাকি লঞ্চ প্য়াডগুলিরও হদিস মিলবে বলেই মনে করছে যৌথ বাহিনী।