Viral: এমনই ক্ষমতা! পরনে হাফপ্যান্ট, হাই ভোল্টেজ বিদ্যুতের তারে ঝুলেই যুবক কিনা…দৃশ্য দেখলে শিউরে উঠবেন
অনলাইনে ছড়িয়ে পড়া সেই ভাইরাল ভিডিও নাড়িয়ে দিয়েছে গোটা নেট মাধ্যমকে। সেখানে দেখা যাচ্ছে বিদ্যুতের হাই ভোল্টেজ পাওয়ার সাপ্লাইয়ের তার থেকে ঝুলছে এক যুবক।

শুধু সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার জন্য কত মানুষ যে কত কিছু করে বসে তা বলতে গেলে শেষ হবে না। এমনকি নিজের জীবনে নিয়ে ছিনিমিনি খেলতেও দ্বিধাবোধ করেন না। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তেমন এক ভিডিয়ো।
অনলাইনে ছড়িয়ে পড়া সেই ভাইরাল ভিডিও নাড়িয়ে দিয়েছে গোটা নেট মাধ্যমকে। সেখানে দেখা যাচ্ছে বিদ্যুতের হাই ভোল্টেজ পাওয়ার সাপ্লাইয়ের তার থেকে ঝুলছে এক যুবক। প্রথমে মনে হবে হয়তো কোনও দুর্ঘটনা ঘটেছে। পর মুহূর্তে যা ঘটবে তাতে আপনারা মাথ ঘুরে যাবে। ভিডিয়োটি এগোতেই দেখা যাবে যুবকটি ওই তার ধরে ঝুলন্ত অবস্থায় অবলীলায় অনর্গল একের পর এক পুশ আপ করে চলেছে। এমনকি কোনও রকম সাবধানতা অবলম্বন করেননি তিনি। করছেন একের পর এক। যা যে কোনও মুহূর্তে কোনও চরম পরিণতি ডেকে আনতে পারে।
এই ভিডিয়ো দেখেই চরম ক্ষেপে গিয়েছেন নেটিজেনদের কেউ কেউ। ইনস্টাগ্রামে ভিডিয়োটিতে ২.৩ মিলিয়ন ভিউ হয়েছে। ‘ফিটনেস হেভেন_অফিশিয়াল’ পেজ থেকে শেয়ার করা হয় ভিডিয়োটি।
কমেন্ট সেকশনে এসে নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। একজন বলেন, “মৃত্যুর সঙ্গে প্রশিক্ষণ।”
আরেকজন লেখেন, “ভাই এমন আচরণ করছেন যেন তার আর জীবন নেই।”
অনেক নেট ব্যবহারকারী এই ধরনের বিপজ্জনক কাজ প্রচারের জন্য সোশ্যাল মিডিয়া ট্রেন্ডকে দায়ী করেছেন। একজন লেখেন, “যদি কোনও শিশু এটা দেখে এবং অনুকরণ করার চেষ্টা করে তবে কী হবে? নিষিদ্ধ করা উচিত।”
